ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেরপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০১:২২, ২৬ জুলাই ২০১৭

শেরপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর শহরে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে শেরপুর পৌরসভা। বুধবার দুপুর থেকে শুরু হয় ওই উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সহায়তায় পরিচালিত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূইয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদুজ্জামান, বস্তি উন্নয়ন কর্মকর্তা শরিফ উদ্দিন, বাজার পরিদর্শক রফিকুজ্জামান ঝন্টু ও পুলিশের এসআই বকুল সাহার উপস্থিতিতে মাথায় লাল কাপড় বাঁধা বেশ কিছু শ্রমিক উচ্ছেদে অংশ নেয়। অভিযানের শুরুতেই জেলা শহরের থানা মোড়ের একটি রেস্তোরার বর্ধিত অংশ, কয়েকটি দোকানপাটের বর্ধিত অংশ বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। পরে থানা মোড় থেকে নিউমার্কেট মোড়, শহীদ বুলবুল সড়ক মোড়, গোয়ালপট্টি ও চকবাজার এলাকার বিভিন্ন অবৈধ স্থাপনাসহ ফুটপাতে বসা হকারদের দোকান-পাটও উচ্ছেদ করা হয়।
×