ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবির উপাচার্য প্যানেল নির্বাচনে সিনেট সভায় বাধা নেই

প্রকাশিত: ০০:১৮, ২৬ জুলাই ২০১৭

ঢাবির উপাচার্য প্যানেল নির্বাচনে সিনেট সভায় বাধা নেই

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে ২৯ জুলাই ডাকা সিনেট অধিবেশনে বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার চেম্বার জজ আদালতে শুনানির পর ৩০ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির নির্দেশ দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুল মতিন খসরু ও এ এফ এম মেজবাহ উদ্দিন। এর আগে রবিবার ঢাবির রেজিস্টার গ্র্যাজুয়েট ১৫ জন শিক্ষকের এক রিট আবেদন শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ডাকা সিনেটের বিশেষ সভা স্থগিত করেছিলেন হাইকোর্ট। স্থগিতাদেশের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩ সালে ২০ (১) ধারা অনুযায়ী সিনেট গঠন না করে ২৯ জুলাই ডাকা সভা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চান আদালত।
×