ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিতালির নেতৃত্বে সেরা একাদশ

প্রকাশিত: ০৭:৫৭, ২৬ জুলাই ২০১৭

মিতালির নেতৃত্বে সেরা একাদশ

স্পোর্টস রিপোর্টার ॥ মিতালি রাজ, যার অনন্য নেতৃত্বে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। এর পুরস্কারও হাতেনাতে পেয়েছেন তিনি। নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ঘোষিত নারী বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে মিতালিকে। লর্ডসে একাদশতম আসরের ফাইনালে ২২৯ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯ রানে হারে ভারত। এতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় মিতালি বাহিনীর। তবে দেশকে ফাইনালে তুলতে প্রধান সেনানীর ভূমিকা পালন করেন মিতালি। সামনে থেকে নেতৃত্ব দিয়েই শিরোপা জয়ের স্বপ্ন দেখান। টুর্নামেন্টে এক সেঞ্চুরি ও দু’হাফসেঞ্চুরি হাঁকান তিনি। সেমিফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ৩৬ রানের ইনিংস। সবমিলিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরারও তিনি। আইসিসি মহিলা বিশ্বকাপের সেরা একাদশ ॥ টেমসিন বিউমন্ট (ইংল্যান্ড), সারা টেইলর (ইংল্যান্ড), এ্যানি সুরবসোল (ইংল্যান্ড), এ্যালেক্স হার্টলি (ইংল্যান্ড), লরা ওলভার্ট (দক্ষিণ আফ্রিকা), মারিজানে ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), ড্যান ভ্যান নিকার্ক (দক্ষিণ আফ্রিকা), মিতালি রাজ (অধিনায়ক, ভারত), হারমানপ্রিত কাউর (ভারত), দীপ্তি শর্মা (ভারত) ও এলিসি পেরি (অস্ট্রেলিয়া)।
×