ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কা-ভারত সিরিজ

স্মরণীয় কিছু করতে চান অশ্বিন

প্রকাশিত: ০৭:৫৪, ২৬ জুলাই ২০১৭

স্মরণীয় কিছু করতে চান অশ্বিন

স্পোর্টস রিপোর্টার ॥ গল টেস্ট দিয়ে আজ শুরু হচ্ছে ভারতীয়দের শ্রীলঙ্কা মিশন। র‌্যাঙ্কিং-শক্তি-সামর্থ্য সকল বিচারেই যেখানে এগিয়ে বিরাট কোহলির দল। ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হওয়ার পর প্রধান কোচ অনীল কুম্বলের পদত্যাগ ও নতুন কোচ হিসেবে রবি শাস্ত্রীর নিয়োগ নিয়ে কম নাটক হয়নি। সিরিজের আগে ঘুরে ফিরে আসছে সেই প্রসঙ্গ। সাদা পোশাকের ক্রিকেটে বল হাতে কোহলির সেরা অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন, ওইসব ঘটনাকে অতীত বলে অভিহিত করেছেন। জানিয়েছেন শাস্ত্রীর তত্ত্বাবধানে সামনে এগিয়ে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। কুম্বলেকে নিয়ে মন্তব্য না করলেও নতুন কোচের প্রশংসা করেছেন সময়ের অন্যতম সফল এই স্পিনার। সফরটা স্মরণীয় করে রাখতে চান ৩০ বছর বয়সী ঘূর্ণিতারকা। অশ্বিন বলেন, ‘আমাদের কাছে এখন অনীল কুম্বলের ঘটনাটা অতীত। যা সিদ্ধান্ত নেয়ার তা হয়ে গিয়েছে। আর সত্যি বলতে কি এই নিয়ে মন্তব্য করার কোন জায়গায় আমি নেই।’ কুম্বলে ঘটনা নিয়ে মুখ না খুলতে চাইলেও রবি শাস্ত্রীকে নিয়ে কথা বলতে আপত্তি করেননি ভারতীয় অফস্পিনার। অশ্বিনের কথায়, ‘রবি ভাই দারুণ লোক। ওঁর মতো কাউকে ড্রেসিংরুমে পাওয়াটা খুব ভাল ব্যাপার।’ গত শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা টেনে তিনি আরও যোগ করেন, ‘গতবার (২০১৫) আমরা গল টেস্টে হেরে ভেঙ্গে পড়েছিলাম। সেখান থেকে রবি ভাই আমাদের টেনে তোলেন। ড্রেসিংরুমে একটা ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে রবি ভাইয়ের জুড়ি নেই। ওঁর সঙ্গে মিলে আমরা এবার একটা দারুণ ফল করতে চাই এই সফরে। ব্যক্তিগতভাবে সেরাটা দিয়ে স্মরণীয় কিছু করতে চাই। যাতে দল উপকৃত হয়।’ গল টেস্ট ব্যক্তিগতভাবে অশ্বিনের কাছে এক মাইলফলকও হয়ে থাকবে। গলে নিজের ৫০তম টেস্ট খেলতে নামবেন অশ্বিন। তিনি নিজে অবশ্য যে ব্যাপরটা নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না, ‘৫০ নম্বরটা আমার কাছে একটা সংখ্যা মাত্র। কিভাবে এখানে পৌঁছালাম তা আমি মনে করতে পারব না। আমি পেছনে নয়, সামনে তাকাতে চাই।’ অশ্বিন এও বুঝিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট অত্যন্ত কঠিন জায়গা। নিজের রেকর্ডের দিকে তাকিয়ে বসে থাকলে যেখানে মূল্য চোকাতে হয়, ‘হ্যাঁ, আপনি হয়তো একদিন কফির কাপে চুমুক দিতে দিতে ভাবলেন কি করেছি এতদিন। ব্যস, ওই পর্যন্ত। আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন জায়গা। এখানে আপনি অতীত নিয়ে পড়ে থাকলে লড়াই থেকে পিছিয়ে যাবেন।’ দু’বছর আগের শ্রীলঙ্কা সফর এখনও ভুলতে পারেননি অশ্বিন, ‘ওই সময় আমরা অধিনায়ক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। অস্ট্রেলিায় বিরাট তখন সবে নেতৃত্ব পেয়েছে। তারপরে বাংলাদেশে একটা টেস্ট খেলে আমরা এখানে এসেছিলাম। তখন নিজেদের জন্য নানা লক্ষ্য স্থির করেছিলাম।
×