ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজস্ব আহরণে ঢাকা (পূর্ব) কমিশনারেটের অভূতপূর্ব সাফল্য

প্রকাশিত: ০৭:১৯, ২৬ জুলাই ২০১৭

রাজস্ব আহরণে ঢাকা (পূর্ব) কমিশনারেটের অভূতপূর্ব সাফল্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩০ কোটি টাকা বেশি রাজস্ব আহরণ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা। এ কমিশনারেটের ২০১৬-১৭ অর্থবছরে সর্বমোট লক্ষ্যমাত্রা ছিল ১৫১৬.৫৬ কোটি টাকা। এর বিপরীতে আহরিত হয়েছে ১৫৪৬.১১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৯.৫৫ কোটি টাকা বেশি এবং ২০১৫-১৬ অর্থবছরের আহরণের তুলনায় প্রবৃদ্ধির হার ৩৩%। মোট জনবলের ৩০ দশমিক ৬৬ শতাংশ জনবল নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)-এর দিকনির্দেশনা এবং এ দফতরের সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর নিরলস প্রচেষ্টায় এ লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। মঙ্গলবার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকার কমিশনার ড. একেএম নুরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন।
×