ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই কমিটির পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৪০, ২৬ জুলাই ২০১৭

পটিয়ায় মুক্তিযোদ্ধা  যাচাই কমিটির  পাল্টা সংবাদ  সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২৫ জুলাই ॥ পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির এক সংবাদ সম্মেলন মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যাচাই বাছাই কমিটির পটিয়া উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর শামসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, আহমদ নবী, উপজেলা কমান্ডার মোহাম্মদ মহিউদ্দীন, মোস্তাফিজুর রহমান। লিখিত বক্তব্যে তারা বলেন, পটিয়া উপজেলায় মুক্তিযোদ্ধা নয় এমন কিছু ব্যক্তিকে যাচাই বাছাই কমিটির তালিকায় অন্তর্ভুক্ত করতে একটি গোষ্ঠী চাপ সৃষ্টি করে। তারা ব্যর্থ হয়ে কমিটির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অপপ্রচার করতে থাকে। যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। অর্থের বিনিময়ে কাউকে মুক্তিযোদ্ধার তালিকায় আনা হয়নি। সরকার এবং মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করতে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছেন। মূলত সরকারী নীতিমালা অনুসরণ করে পাঁচ শতাধিক আবেদনকারীর মধ্যে পটিয়াতে যাচাই বাছাই করে ৪৩ জনের নাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে কোন ধরনের স্বজনপ্রীতি কিংবা অনিয়ম, দুর্নীতি হয়নি। এর আগে গত বুধবার পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও মুক্তিযোদ্ধা নয় এমন ব্যক্তিকে মুক্তিযোদ্ধার তালিকায় নাম পাঠানোর অভিযোগ তুলে বাদ পড়া কিছু ব্যক্তি সংবাদ সম্মেলন করেন।
×