ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হজ ক্যাম্পে হামদর্দের চিকিৎসা ও তথ্য কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩৩, ২৬ জুলাই ২০১৭

হজ ক্যাম্পে হামদর্দের  চিকিৎসা ও তথ্য কেন্দ্র উদ্বোধন

হজ যাত্রীদের মাঝে মাসব্যাপী ফ্রি চিকিৎসা ও হজ সম্পর্কীয় তথ্যসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ। সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন হজ ক্যাম্পে হামদর্দের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি চিকিৎসা ও হজ সম্পর্কীয় তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন ওয়াকফ প্রশাসক (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক হজ (যুগ্ম সচিব) হাফিজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন- পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব), সহকারী পরিচালক হাকিম আবু ইউছুফ আবদুল হক এবং হজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি তাসলিমসহ হজ যাত্রীরা।-বিজ্ঞপ্তি
×