ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে চার ডাকাতসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩০, ২৬ জুলাই ২০১৭

জামালপুরে চার  ডাকাতসহ নারী  মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৫ জুলাই ॥ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলার চার ডাকাত ও একজন নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি দেশীয় পাইপ গান, ৫ ধরনের ২০ রাউন্ড তাজা বুলেট, ১ হাজার ৭৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইনসহ জব্দ করা হয়েছে। জব্দ করা হেরোইন ও ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ১৫ লাখ ২৫ হাজার টাকা। জামালপুর ডিবি কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান সাংবাদিকদের এ তথ্য জানান। অভিযানের সময় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিলে জিঞ্জিরাম নদীর ঘাট থেকে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার ডাকাতিয়ার চরের ডাকাত সরদার মোঃ আবদুল করিম ও তার সহযোগী দেওয়ানগঞ্জ উপজেলার গয়েরডোবা গ্রামের আল আমিন, ভাটিয়াপাড়া এলাকার শহীদুল ইসলাম ও একই এলাকার ইনছাব আলীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান, পাঁচ বর্ণের ২০ রাউন্ড তাজা রাবার বুলেট, ১০০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
×