ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিকিৎসার জন্য মুক্তামণিকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ জুলাই ২০১৭

চিকিৎসার জন্য মুক্তামণিকে  বিদেশে পাঠানোর নির্দেশ  প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ বিরল রোগে আক্রান্ত ১২ বছরের মুক্তামণিকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢামেক হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডাঃ সামন্ত লাল সেন জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তামণির শারীরিক অবস্থার খোঁজখবর জানাতে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। তিনি প্রধানমন্ত্রীকে মুক্তামণির ছবি দেখান। সে সময় প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দেন, মুক্তামণির চিকিৎসার জন্য যদি বিদেশে পাঠানোর দরকার হয় তাহলে সেখানেই তাকে পাঠাবেন। ডাঃ সামন্ত লাল সেন এ বিষয়ে জনকণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী শুরু থেকে মুক্তামণির খোঁজ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমি তার কার্যালয়ে গিয়ে মুক্তামণির বর্তমান অবস্থা সম্পর্কে জানায় এবং ছবি দেখায়। প্রধানমন্ত্রী বলেছেন, ওর চিকিৎসায় যেন কোন গাফিলতি না হয়। প্রয়োজনে বিদেশের যে কোন ভাল হাসপাতালে ওর চিকিৎসা করার ব্যবস্থা করতে।’ প্রধানমন্ত্রীর অফিস থেকে বের হয়ে ইতোমধ্যেই ডাঃ সামন্ত লাল সেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মুক্তামণির ছবি পাঠিয়ে দিয়েছেন। এবং তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেয়া শুরু করেছেন। সে হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন বলে জানান তিনি। বার্ন এ্যান্ড প্লাাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডাঃ সামন্ত লাল সেন আরও বলেন, ‘আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থার বেশকিছু সীমাবদ্ধতা আছে। এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মুক্তামণিকে বিদেশ পাঠানোর সবরকম ব্যবস্থা মেডিক্যাল বোর্ড গ্রহণ করবে। যদি সিঙ্গাপুর থেকে তার চিকিৎসার বিষয়ে ভাল রেসপন্স পায় তাহলে শীঘ্রই তাকে বিদেশে পাঠানো হবে।’ মুক্তামণির শারীরিক অবস্থার কোন পরিবর্তন ঘটেছে কিনা জানতে চাইলে তিনি জানান, ‘আগে থেকে ওর শারীরিক অবস্থা ভাল আছে। হাতের ব্যথা ও চুলকানি কিছুটা কমেছে। এছাড়া, দুই-একদিন পর পরই ওর শরীরে রক্ত ও প্লাজমা দেয়া হচ্ছে। তবে এ সপ্তাহে ওর বায়োপসি করার কথা থাকলেও তা আপাতত সম্ভব হচ্ছে না। কারণ ওর শরীরে লিমফেটিক এর মাত্রা কমছে না।’ তিনি জানান, প্রতিদিন মেডিক্যাল বোর্ডের ডাক্তাররা বিভিন্ন সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। লিমফেটিক ম্যালফরমেশন রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণিকে ১১ জুলাই ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুটির এক হাত ফুলে গিয়ে দেহের চেয়েও ভারি হয়ে গেছে। শরীরের অসহ্য ব্যথা ও যন্ত্রণায় মুক্তামণি বসতে ও হাঁটতে পারে না।
×