ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজিমপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫:৩২, ২৬ জুলাই ২০১৭

আজিমপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আজিমপুরে এতিমখানার সামনে দিনদুপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হচ্ছে- মোশাররফ হোসেন ও মনির হোসেন। তাদের গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব দাবি করেন, ওই দুই যুবক সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। লালবাগ থানার ওসি মনিরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে কয়েকজন ছিনতাইকারী আজিমপুর সলিমুল্লাহ এতিমখানার সামনে দিয়ে যাচ্ছিল। র‌্যাবের টহল গাড়ি তাদের থামানোর জন্য সঙ্কেত দেয়। এতে ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি আজিমপুরে র‌্যাবের চালায়। পরে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। বাকি একজনকে আটক করা হয়েছে। আরও দুইজন পালিয়ে যায়। তাদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে। এদিকে র‌্যাব-১০-এর সিও (কমান্ডিং অফিসার) অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন জানান, আজিমপুরে র‌্যাবের সঙ্গে একটি ছিনতাইকারী গ্রুপের গোলাগুলি হয়েছে। এতে দুইজন ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি পিস্তল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। আজিমপুর এতিমখানার কয়েকজন ব্যবসায়ী জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ কয়েকটি গুলির শব্দ পাই। এর কিছুক্ষণ পর দেখি সলিমুল্লাহ এতিমখানার সামনের রাস্তাটি বন্ধ করে দেয়া হয়। প্রায় আধাঘণ্টা রাস্তাটি বন্ধ ছিল। তারা শুনেছেন, ছিনতাইকারীরা মাইক্রোবাস নিয়ে এতিমখানার সামনের ব্যাংকে ডাকাতি করতে এসেছিল। এ সময় উৎসুক জনতা অনেক দূর থেকে এসে ভিড় করছিলেন।
×