ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের স্থানীয় সরকার উন্নয়নে সক্রিয় অংশীদার জাপান

প্রকাশিত: ০২:৪২, ২৫ জুলাই ২০১৭

বাংলাদেশের স্থানীয় সরকার উন্নয়নে সক্রিয় অংশীদার জাপান

কূটনৈতিক রিপোর্টার ॥ জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, জাপান বাংলাদেশের সব সময়ের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের স্থানীয় সরকার উন্নয়নে সক্রিয় অংশীদার হিসেবে জাপান তাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতা অব্যাহত রাখবে। মঙ্গলবার জাপানের শিজুওকা শহরে স্থানীয় মেয়রের সঙ্গে বাংলাদেশ থেকে আসা স্থানীয় সরকারের প্রতিনিধি দলের সৌজণ্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টোকিওর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে রাবাব ফাতিমা আরো বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের পৌর মেয়রগণ, জাপানের উন্নত ও জনবান্ধব স্থানীয় সরকার সম্পর্কে সুষ্পষ্ট ধারণা পাবেন এবং তা জনকল্যাণে কাজে লাগাবেন। স্থানীয় সরকার শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় শিজুওকায় এটি তৃতীয় সফর। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, জাইকার অর্থায়নে এই প্রক্রিয়া অভিষ্যতে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন বাংলাদেশের ত্রিশ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এসময় আরো উপস্থিত ছিলেন শিজুওকা শহরের মেয়র তানাবে নবুহিরো, শিজুওকা প্রিফেকচারের ডেপুটি গর্ভনর ইয়োশিবায়াসি আকিহিতো, জাপান-বাংলাদেশ সোসাইটির মাতসুশিরোসহ অন্যান্য কর্মকর্তারা।
×