ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর গ্রেফতার

প্রকাশিত: ০২:১৫, ২৫ জুলাই ২০১৭

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সদর উপজেলার চররুহিতার রসুলগঞ্জ বাজার থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সরকার বিরোধী আন্দোলনের নামে গাছ কাটা এবং নাশকতা, হত্যাসহ বেশ ক’টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জামায়াতের দলীয় সূত্র জানায়, জেলা আমীর মাস্টার রুহুল আমিন রসুলগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক। ছুটির পর স্কুল থেকে বের হওয়ার পর বাড়ী যাওয়ার পথে প্রধান ফটকের বাইর থেকে পুলিশে তাকে গ্রেপ্তার করা হয়। সদর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রসুলগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামায়াত নেতা রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, নাশকতার একাধিক মামলায় রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে হত্যা, গাছকাটা এবং নাশকতাসহ সহিংসতার ১৪ টি মামলা রয়েছে। থানায় রেখে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
×