ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ০২:০৯, ২৫ জুলাই ২০১৭

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর সদর উপজেলার জামীরতলী গ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী জশীম উদ্দিনের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী আসামীর বিরুদ্ধে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন পলাতক রয়েছেন। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। দন্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন সদর উপজেলার জামিরতলী গ্রামের আব্দুল করিমের ছেলে, আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে আসামী জশীম স্ত্রী ফাতেমা বেগমকে গলায় ওড়না পেঁছিয়ে হত্যা করে। পরে লাশ প্লাষ্টিকের বস্তার ভেতরে করে বাড়ির পাশের ডোবায় লুকিয়ে রাখে। পরে বস্তাবন্দি অবস্থায় ডোবা থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর দিন নিহতের ভাই ছফি আহাম্মেদ বাদী হয়ে জশীমকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমান ও শুনানী শেষে আসামির অনুপস্থিতেই আদালত এ রায় দেন।
×