ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাটমোহর-অষ্টমনিষা সড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০০:৪৮, ২৫ জুলাই ২০১৭

চাটমোহর-অষ্টমনিষা সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ চাটমোহর-অষ্টমনিষা সড়কের পৈলানপুর ও মথুরাপুর গ্রামের মধ্যর্বর্তী এলাকায় অবস্থিত এলজিইডির সড়কের উপর নির্মিত একটি কালভার্ট ধসে যাচ্ছে। কালভার্টটির উপরিভাগ নিচের দিকে প্রায় দেড় ফিট দেবে গেছে। বেশ কিছুদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ। বর্তমান এ কালভার্টের উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তাই এ সড়কে চলাচলকারী জনসাধারণকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসি জানিয়েছে, বেশকিছুদিন কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ কালভাটের উপর দিয়ে লসিমন, করিমন, অটোভ্যান, বাস, ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। কেউ কালভার্টটি মেরামতের উদ্যোগ নেয়নি। মথুরাপুর গ্রামের সাদ্দাদ হোসেন জানান, ধারণক্ষমতার চেয়ে অধিক ওজনের যানবাহন চলাচল করায় পুরাতন এ কালভাট দেবে যায়। এটি দেবে যাওয়ায় বাস ট্রাক লসিমন করিমন সিএনজি এমনকি মোটরসাইকেল চলাচল ও বন্ধ হয়ে গেছে। চাটমোহরের সাথে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত এলাকার সাথে যোগাযোগের গুরত্বপূর্ণ এ রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় অষ্টমনিষা এলাকায় যেতে এখন এলাকাবাসির প্রায় ১১ কিঃমি পথ ঘুরে আসতে হচ্ছে। এলাকাবাসী কালভার্টটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে চাটমোহর উপজেলা প্রকৌশলী এম শহিদুল ইসলাম জানান, খুব শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×