ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ছাড়লেন বিতর্কিত রুশ রাষ্ট্রদূত

প্রকাশিত: ১৮:০৮, ২৫ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্র ছাড়লেন বিতর্কিত রুশ রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক ॥ অবশেষে যুক্তরাষ্ট্র ছাড়লেন বিতর্কিত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত শনিবার আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন দায়িত্ব ছাড়েন তিনি। ওয়াশিংটনের রুশ দূতাবাস টুইটারে জানিয়েছে, সের্গেল কিসলিয়াকের স্থলাভিষিক্ত রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে আসার আগ পর্যন্ত মিনিস্টার-কাউন্সেলর ও মিশনের ডেপুটি প্রধান ডেনিস ভি. গনচার দায়িত্বপ্রাপ্ত হিসেবে রাষ্ট্রদূতের কাজ পরিচালনা করবেন। কিসলিয়াক ২০০৮ সালে ওয়াশিংটন দূতাবাসের দায়িত্ব নেন। ধারণা করা হচ্ছে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আনাতোলি আন্তোনভ তার স্থলাভিষিক্ত হতে পারেন। তবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এখনও আনাতোলির নিয়োগ চূড়ান্ত করেনি। কিসলিয়াক এমন সময় দায়িত্ব ছাড়লেন যখন মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ সংযোগ নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় রয়েছেন। এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনও পদত্যাগ করতে বাধ্য হন। রুশ রাষ্ট্রদূত কিসলিয়াকের সঙ্গে বৈঠকের বিষয়টি না জানানো এবং বৈঠক সম্পর্কে ভাইস প্রেসিডেন্টকে ভুল পথে পরিচালিত করার অভিযোগে তাকে পদত্যাগে বাধ্য করেন ট্রাম্প।
×