ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রতিশ্রুতি সম্পর্কে বাংলাদেশসহ ৬ দেশের কোন পরিষ্কার ধারণা নেই

প্রকাশিত: ০৮:২৬, ২৫ জুলাই ২০১৭

আন্তর্জাতিক প্রতিশ্রুতি সম্পর্কে বাংলাদেশসহ ৬ দেশের কোন পরিষ্কার ধারণা নেই

স্টাফ রিপোর্টার ॥ কার্বন নিঃসরণ কমিয়ে আনা সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিশ্রুতি সম্পর্কে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয় দেশের পরিষ্কার ধারণা নেই। আন্তর্জাতিক ফোরামে সংশ্লিষ্ট সরকারের প্রদত্ত প্রতিশ্রুতির বিষয়ে সরকারেরই সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও দফতর পুরোপুরি ওয়াকিফহালও নয়। কার্বন নিঃসরণ হ্রাসকরণ সম্পর্কিত দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রদত্ত প্রতিশ্রুতি বিষয়ে সরকারী অংশীজনের তুলনায় বেসরকারী অংশীজন অনেক বেশি ধারণা রাখে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ‘জলবায়ু পরিবর্তন উপশম বিষয়ে স্বপ্রণোদিত অঙ্গীকার ও প্রতিপালন : দক্ষিণ এশীয় অভিজ্ঞতাভিত্তিক পদ্ধতিগত পর্যবেক্ষণ’ শীর্ষক এক গবেষণায় এসব কথা বলা হয়েছে। সোমবার সকালে টিআইবির ধানম-ির কার্যালয়ে আয়োজিক এক সংবাদ সম্মেলনে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এ তথ্য জানানো হয়। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের (এসিডি) পরিচালক ও গবেষক ড. এ কে এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেনÑ টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈশি^ক পরিম-লে আলোচনা শুরুর প্রথম থেকেই বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অভিযোজন কার্যক্রমের জন্য বিদেশী সহায়তা প্রাপ্তির আগেই বাংলাদেশ নিজস্ব অর্থায়নে জলবায়ু তহবিল গঠন করেছে যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বিদ্যুত উৎপাদনসহ কার্বন নিঃসরণের বেশিরভাগ উৎসই দক্ষিণ এশিয়ায় সরকারগুলোর নিয়ন্ত্রণে থাকায় এ অঞ্চলে কার্বন নিঃসরণ কমিয়ে আনার মূল দায়িত্ব বাংলাদেশ সরকারসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সরকারের ওপর বর্তায়। তবে সরকারের পাশাপাশি সাধারণ মানুষসহ বেসরকারী পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনরাও যে কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এ গবেষণায় তা উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানোর জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ বিষয়ে দেখা যায়, অন্যতম প্রধান ৬ প্রতিশ্রুতির মধ্যে ইটভাটিতে জ্বালানি পরিবর্তন ও বিদ্যুত উৎপাদনে কম্বাইন্ড সাইকেল বিদ্যুতকেন্দ্র স্থাপন করে যে কার্বন নিঃসরণ কমানো যায় সে বিষয়ে ধারণা সকলেরই অত্যন্ত কম। তবে সরকারের অন্য পদক্ষেপÑ যেমন বাসার ছাদে ও বাড়িতে সৌরবিদ্যুত উৎপাদন, সৌরচালিত পানির পাম্প ও বর্জ্য হতে বিদ্যুত উৎপাদন বিষয়ে সকল অংশীজনই কমবেশি অবহিত। গবেষণার সকল উত্তরদাতার মতে, কার্বন নিঃসরণ কমানোর সহজ ১০টি প্রধান কৌশল হলোÑ নগরে যানজট কমানো, নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন, নগরে যান নিয়ন্ত্রণ কৌশল উন্নয়ন, বিদ্যুতের ক্ষেত্রে জ্বালানি দক্ষতা বৃদ্ধি, ইটভাটিতে জ্বালানি পরিবর্তন, বিদ্যুতকেন্দ্রের আধুনিকায়ন, শহরে বর্জ্য হতে জৈব সার উৎপাদন, বাজারে বিদ্যুত সাশ্রয়ী যন্ত্রের প্রমিতকরণ, গ্রামাঞ্চলে উন্নত চুলার ব্যবহার বাড়ানো এবং কারখানায় জ্বালানি অডিট ব্যবস্থা প্রবর্তন।
×