ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কল্যাণপুরের ঘটনায় বছর পার হলেও চার্জশীট দিতে পারেননি তদন্তকারীরা

প্রকাশিত: ০৮:২৬, ২৫ জুলাই ২০১৭

কল্যাণপুরের ঘটনায় বছর পার হলেও চার্জশীট দিতে পারেননি তদন্তকারীরা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কল্যাণপুরে নব্য জেএমবির আস্তানায় অভিযানের এক বছরেও চার্জশীট দিতে পারেনি তদন্ত কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ জুলাই) কল্যাণপুর জঙ্গী আস্তানায় অভিযানের এক বছর। অথচ এক বছরেও পুলিশ আস্তানায় নিহত নয় জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পারেনি। কল্যাণপুরের ‘জাহাজ বিল্ডিং’ খ্যাত তাজ মঞ্জিলে ‘অপারেশর স্টম-২৬’ অভিযানের এক বছরেও ভবনটি সিলগালা অবস্থায় পড়ে আছে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সূত্র জানায়, গত বছরের ১ জুলাই গুলশানে হলি আর্টিজানে জঙ্গী হামলার পর কাউন্টার টেররিজম ইউনিট কল্যাণপুরের তাজ মঞ্জিলে জঙ্গীদের একটি বড় আস্তানার সন্ধান পায়। গুলশানের জঙ্গী হামলার ২৪ দিন পর ২৫ জুলাই রাতে কাউন্টার টেররিজম ইউনিটের এক সফল অপারেশনে সেখানে নিহত হয় ৯ জঙ্গী। এদের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত হয়। এরা হলো আব্দুল্লাহ, আবু হাকিম নাইম, তাজ-উল-হক রাশিক, মতিয়ার রহমান, আকিফুজ্জামান খান, সেজাদ রউফ অর্ক, জোবায়ের হোসেন ও রায়হান কবির ওরফে তারেক ওরফে ফারুক। গত বছরের ২৮ সেপ্টেম্বর বেওয়ারিশ হিসেবে ৯ জনের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। অভিযানের পর মিরপুর থানার পরিদর্শক (অপারেশন) শাহ্্জালাল আলম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলো রাকিবুল হাসান ওরফে রিগ্যান, তামিম আহম্মেদ চৌধুরী, ইকবাল, রিপন, খালিদ, মামুন, সারোয়ার জাহান মানিক, জুনায়েদ খান, বাদল ও আজাদুল ওরফে কবিরাজ। এদের মধ্যে অভিযান চলাকালে রাকিবুলকে আহত অবস্থায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট আটক করে। রাকিবকে কয়েক দফা রিমান্ডে নিয়ে পুলিশ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে। রাকিবের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অভিযান চালানোর সময় নব্য জেএমবি প্রধান তামিম চৌধুরীসহ ৩ জন নিহত হয়। ৮ অক্টোবর আশুলিয়ায় র‌্যাবের অভিযানে একটি ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হন সারোয়ার জাহান মানিক। বাকি ৭ জন এখনও পলাতক। সিটিটিসির মামলা তদন্ত কর্মকর্তারা বলছেন, খুব শীঘ্রই কল্যাণপুর জঙ্গী আস্তানায় অভিযানের মামলার চার্জশীট দেয়া হবে।
×