ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস সীমিত

প্রকাশিত: ০৮:২২, ২৫ জুলাই ২০১৭

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস সীমিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস বৈরী আবহাওয়ার কারণে সীমিত করা হয়েছে। প্রচ- বাতাস আর স্রোতের কারণে রো রো ফেরি ও ডাম্প ফেরি সোমবার রাত ৮টার দিকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। এখন শুধু এ্যাম্বুলেন্সসহ জরুরী কিছু যান পারাপার করা হচ্ছে। তাই উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে এখন কে-টাইপ চারটি ফেরি এবং মিডিয়াম দু’টি ফেরি। এদিকে দু’পারে পরাপারের অপেক্ষায় থাকা ৪ শতাধিক যান আটকা পড়ে আছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, পদ্মার পরিস্থিতি এমন কোনভাবেই ডাম্প ফেরি চালানো যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ৫টি ডাম্প ফেরিই বন্ধ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস একরকম অচল হয়ে পড়ায় নানা সমস্যার সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে, আবহাওয়া অনুকূলে আসার পরই আবার ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
×