ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হালনাগাদ ভোটার তালিকার কাজ আজ শুরু

প্রকাশিত: ০৮:২২, ২৫ জুলাই ২০১৭

হালনাগাদ ভোটার তালিকার কাজ আজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে এ তথ্য সংগ্রহের কাজ। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও ভোটার এলাকা স্থানান্তর, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ময়মনসিংহে এ কার্যক্রম উদ্বোধন করবেন। তারা জানান, ভোটার তালিকা হালনাগাদে মহিলা ভোটার বাড়াতে এবার বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশনে জরিপে মহিলা ভোটার কমার কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। তারা বলছে, বেশ কয়েকটি কারণে মহিলারা ভোটার হতে আগ্রহ দেখায় না। তবে এবার ভোটার বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় তথ্য সংগ্রহের নিবন্ধন কেন্দ্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে এবার সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য দফাদার এবং প্রয়োজনে গ্রাম পুলিশকে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। তারা জানায় জরিপে দেখা গেছে ভোটার হওয়ার জন্য যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট জমা দিতে হয় মহিলারা তা সংগ্রহ করতে চায় না। বিশেষ করে ফিস পরিশোধ করে কেউ জন্ম নিবন্ধন সনদ নিতে চায় না। এ কারণে অনেক মহিলাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সম্ভবপর হয়ে ওঠে না। মহিলা ভোটার অন্তর্ভুক্তির আর একটি অন্যতম বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে হিন্দু অবিবাহিত মহিলাদের ভোটার করার ক্ষেত্রে। অবিবাহিত হিন্দু মহিলারা পিত্রালয়ে ভোটার নিবন্ধন করতে চায় না। ফলে বিয়ের আগে হিন্দু মহিলাদের ভোটার হওয়ার আগ্রহ কম দেখা গেছে। আবার নিরক্ষর মেয়েরা ভোটার হওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখায় না। বিশেষ করে অবিবাহিত মেয়েরা যারা কোন স্কুল-কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যায় না তাদের ভোটার করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা সম্ভব হচ্ছে না। অনেক সময় মেয়ের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সময় তারা পিতামাতার জাতীয় পরিচয়পত্র দাখিল করতে ব্যর্থ হচ্ছে। এছাড়া ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে নিজ বাড়ি থেকে দূরে হলে সেখানে গিয়ে কোন মেয়ে ভোটার হতে চায় না। আবহাওয়া অনুকূলে না থাকলেও মেয়েদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা সম্ভব হয়ে ওঠে না।
×