ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেইমারকে নিয়ে পিকের প্রত্যাশা

প্রকাশিত: ০৬:৪৬, ২৫ জুলাই ২০১৭

নেইমারকে নিয়ে পিকের প্রত্যাশা

স্পোর্টস রিপোর্টার ॥ গোটা বিশ্ব ফুটবল জুড়েই এখন তোলপাড়। প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যাচ্ছেন নেইমার। এ নিয়ে জল্পনা-কল্পনার কোন শেষ নেই। ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াতে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে রাজি ফ্রান্সের শীর্ষ ক্লাব পিএসজি। নেইমারও বার্সিলোনা ছেড়ে পাড়ি জমাতে চান পিএসজিতে। তবে বার্সার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে জানালেন, কোথাও যাচ্ছেন না নেইমার। তার মতে, বার্সিলোনাতেই থাকছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ খেলতে বার্সিলোনা এখন যুক্তরাষ্ট্রে। রবিবার নেইমারের দুর্দান্ত পারফর্মেন্সের সৌজন্যেই কাতালান ক্লাবটি ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে জোড়া গোল করে নিজের অপরিহার্যতার কথা নতুন করে জানিয়েছেন নেইমার। আর যুক্তরাষ্ট্রে অনুশীলনের ফাঁকেই নেইমারের সঙ্গে একটি ছবি টুইটারে পোস্ট করেছেন পিকে। ছবির ক্যাপশানে তিনি লিখেছেন, ‘সে থাকছে।’ বার্সিলোনার পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, নেইমার কোথাও যাচ্ছেন না। কিন্তু এতে সংশয় দূর হচ্ছে না ফুটবল অঙ্গনে। রবিবার ফ্রান্সের শীর্ষ সংবাদপত্র লা প্যারিসিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে নেইমারের পিএসজিতে যোগদানের বিষয়টি। নেইমার নিজেও নাকি বার্সিলোনার ঘনিষ্ঠ সতীর্থদের বলেছিলেন, তিনি পাড়ি জমাতে চান পিএসজিতে। নেইমারের বিষয়ে পিকে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও রবিবার লিওনেল মেসির ইন্সটাগ্রাম যেন ভিন্ন এক বার্তাই দিল বার্সা সমর্থকদের। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইন্সটাগ্রামে নেইমারের সঙ্গে যত ছবি ছিল তার সবই ডিলিট করে দিয়েছেন এলএম টেন। অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই কাজটাই করেছেন বর্তমান বিশ্ব ফুটবলের বিস্ময় তারকা লিওনেল মেসি। কেন হঠাৎ এমনটি করলেন মেসি? তাহলে কী ন্যুক্যাম্প থেকে পার্ক ডি প্রিন্সেসে যাওয়া নেইমারের নিশ্চিত? সেই উত্তর যদিও এখন সময়ের হাতে। তবে মেসির ইন্সটাগ্রাম থেকে ব্রাজিলিয়ান তারকার ছবি মুছে ফেলার ঘটনা বার্সিলোনার নেইমার ভক্তদের জন্য নিঃসন্দেহে খুবই দুঃখজনক। কেননা নেইমারের প্যারিস-যাত্রার খবর এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। এদিকে মাঠের লড়াইয়ে একে অপরের কঠিন প্রতিপক্ষ। কিন্তু মাঠের বাইরে নেইমার-রোনাল্ডোর কোন ধরনের প্রতিদ্বন্দ্বিতা নেই। সেটা আবারও প্রমাণ করলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেইমারকে এবার সৎ পরামর্শ দিলেন সি আর সেভেন। দুইদিন আগেই অনুশীলনের ফাঁকে তোলা একটি ছবি পোস্ট করেন নেইমার। যে ছবিতে নেইমারের দৃষ্টি বহুদূর। সঙ্গে চিন্তার ‘ইমোজি’ও। নেইমারের যেন এখন রাজ্যের চিন্তা। তাই তো সৎ পরামর্শ নিয়ে উপস্থিত হলেন রোনালল্ডো। কাতালান আউটলেট ‘দিয়ারিও গোল’ এর খবর অনুযায়ী, নেইমারকে রোনাল্ডোর সতর্কবাণী হলো, পিএসজিতে যেও না। সেখানে যাওয়ার অর্থ নিজেকে এক ধাপ পিছিয়ে নেয়া। ২০০৯ সালে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনাল্ডো। তার আগের অর্ধযুগ ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন তিনি। সি আর সেভেনেরও গুঞ্জন রয়েছে আবারও ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার। সেই ইঙ্গিতটা যেন আরও একবার দিলেন ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার। তার মতে, নেইমার যদি সত্যিই ন্যুক্যাম্প ছেড়ে দিতে চায় তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারে।
×