ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব সাঁতারে লিডেকির ডাবল স্বর্ণ

প্রকাশিত: ০৬:৪২, ২৫ জুলাই ২০১৭

বিশ্ব সাঁতারে লিডেকির ডাবল স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ আগে থেকেই বিষয়টি জানা ছিল সবার। এবার ফিনা সাঁতার বিশ্বচ্যাম্পিয়নশিপসে কেটি লিডেকি দুর্দান্ত নৈপুণ্য দেখাবেন সেটা সবাই বুঝতে পারছিলেন আগেভাগেই। সেটা সত্য করলেন ইনডোর ইভেন্ট শুরুর প্রথম দিনেই। জিতলেন দুটি স্বর্ণপদক। বিশ্ব সাঁতারে মিসি ফ্র্যাঙ্কলিনের রেকর্ড ১১ স্বর্ণপদক জয়ের সমকক্ষ হয়ে গেছেন লিডেকি। এবার নতুন ইতিহাস গড়ার পথে তিনি। মহিলাদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জিতলেই ১২ স্বর্ণপদক জয়ের নতুন রেকর্ড গড়বেন ২০ বছর বয়সী এ মার্কিন মহিলা সাঁতারু। আর পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাক হর্টনকে হারিয়ে স্বর্ণ জিতেছেন চীনের সান ইয়াং। মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইলে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সারাহ সিয়স্ট্রম। এবার নতুন কিছু রেকর্ড গড়বেন লিডেকি সেটা আসর শুরুর আগেই আলোচনা হচ্ছিল। সেই রেকর্ডগুলো অধিকাংশই নিজের গড়া রেকর্ডকে ভাঙ্গার ক্ষেত্রেই ঘটবে এটাই বলছিলেন সবাই। তারই প্রমাণ রাখলেন তিনি ৪০০ মিটার ফ্রিস্টাইলে। প্রথম মহিলা সাঁতারু হিসেবে টানা তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপসে এই ইভেন্টের স্বর্ণপদক জয় করলেন তিনি। নতুন চ্যাম্পিয়নশিপস রেকর্ডও গড়েছেন তিনি। লিডেকির চেয়ে ৩.২০ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন তার স্বদেশী লিয়াহ স্মিথ। আর ১৫ বছর বয়সী চাইনিজ কিশোরী লি বিংজিয়ে প্রথম বিশ্ব সাঁতারের পদক জিতেছেন ব্রোঞ্জ লাভ করে। এরপর লিডেকি একই দিনে যুক্তরাষ্ট্র দলকে ৪ী১০০ মিটার ফ্রিস্টাইল রিলে স্বর্ণ জিততেও সহায়ক ভূমিকা রেখেছেন। বিশ্ব আসরে সর্বাধিক ১১ স্বর্ণ জয়ের রেকর্ড এখন যৌথভাবে মিসি ও লিডেকির। তবে সর্বমোট পদক জয়ের রেকর্ডে সবার ওপরে যুক্তরাষ্ট্রের সাবেক সাঁতারু নাতালি কাফলিন। তিনি ৮ স্বর্ণ, ৭ রৌপ্য ও ৫ ব্রোঞ্জসহ ২০টি পদক জিতেছেন বিশ্ব আসরে। ১৬ পদক জিতে দ্বিতীয় অবস্থানে মিসি, ১৫টি পদক জিতে তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়ার লিবি ট্রিকেট এবং ১৪টি করে পদক জিতে চতুর্থ অবস্থানে যুক্তরাষ্ট্রের জেনি টম্পসন ও অস্ট্রেলিয়ার লিজেল জোন্স। এরপরই লিডেকির অবস্থান। তিনি অবশ্য যে ১১ পদক জিতেছেন সবই স্বর্ণ। এবার ১৫০০ মিটারের ফাইনালে উঠেছেন সবচেয়ে দ্রুতগতিতে হিট শেষ করে। তাই নিশ্চিতভাবেই সর্বাধিক স্বর্ণপদক জয়ের রেকর্ডটা গড়তে চলেছেন তিনিই। মহিলাদের ফ্রিস্টাইল রিলেতে যুক্তরাষ্ট্রের পেছনে ছিল যথাক্রমে অস্ট্রেলিয়া ও হল্যান্ড। লিডেকি জয়ের পর বলেন, ‘খুবই ভাল প্রথম একটি রাত আসল যুক্তরাষ্ট্রের জন্য। আমি এ দুটি জয়ে অত্যন্ত খুশি।’ উল্লেখ্য, পুরুষদের ৪ী১০০ মিটার ফ্রিস্টাইল রিলেও জিতেছে যুক্তরাষ্ট্র। এদিন একটি মাত্র বিশ্বরেকর্ড হয়েছে। আর সেটা করেছেন সুইডিশ মহিলা সাঁতারু সারাহ সিয়স্ট্রম। তিনি ৫১.৭১ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার ফ্রিস্টাইলের হিটে জিতেছেন। সিয়স্ট্রম প্রথম মহিলা হিসেবে ৫২ সেকেন্ডের নিচে টাইমিং গড়েছেন। তিনিই এ ইভেন্টের স্বর্ণজয়ে অন্যতম ফেবারিট। তিনি ১০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিতেও দ্রুততম ছিলেন। সিয়স্ট্রম ৫০ মিটার বাটারফ্লাই এবং ৫০ মিটার ফ্রিস্টাইলেও অন্যতম ফেবারিট। তবে বুদাপেস্টে এদিন সবচেয়ে বড় উত্তেজনা ছিল পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে। এই ইভেন্ট শুরুর আগেই হর্টন মৌখিকভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অন্যতম প্রতিপক্ষ সানকে। শেষ পর্যন্ত চাইনিজ সুপার স্টার সানের সঙ্গে পেরে ওঠেননি পুলের লড়াইয়ে। তার চেয়ে ২.৪৭ সেকেন্ড এগিয়ে থেকে শেষ করেছেন সান। জয়ের পর সান বলেন, ‘রিওর পর অনেক সময় পেরিয়ে গেছে। আমরা উভয়ে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে গেছি এবং অনেক শান্তশিষ্ট হয়েছি।’ উল্লেখ্য, রিও অলিম্পিকে সানের দীর্ঘ সময় ধরে ৪০০ মিটার ফ্রিস্টাইলে আধিপত্য খর্ব করেছিলেন হর্টন। সান এদিন সেই প্রতিশোধ নেয়ার পথে সময় নিয়েছেন ৩ মিনিট ৪১.৩৮ সেকেন্ড। ইতালির গ্যাব্রিয়েল ডেট্টি ২.৫৫ সেকেন্ড বেশি সময় নিয়ে তৃতীয় হন।
×