ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএলের নতুন আইকন পেসার মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৪১, ২৫ জুলাই ২০১৭

বিপিএলের নতুন আইকন পেসার মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ এবার টানা তৃতীয়বারের মতো এবং সবমিলিয়ে পঞ্চম সংস্করণ আয়োজিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসর। মাঠে গড়াবে আগামী ২ নবেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ অক্টোবর। যদিও আগের তারিখটি ছিল ২ নবেম্বর উদ্বোধন এবং ৪ নবেম্বর প্রতিযোগিতা শুরু। তবে প্রায় একই সময়ে অস্ট্রেলিয়ার বিগব্যাশ টি২০ এবং দক্ষিণ আফ্রিকার র‌্যামসøাম টি২০ শুরু হবে বলেই এগিয়ে আনা হয়েছে বিপিএল। ফ্র্যাঞ্চাইজি বেড়ে যাওয়ায় এবং গুণগত মান ঠিক রাখতে এবার প্রতি ম্যাচে একেকটি দল সর্বোচ্চ ৫ বিদেশী খেলানো যাবে। সর্বনিম্ন তিন বিদেশী খেলাতেই হবে। গত আসরে ৭ ফ্র্যাঞ্চাইজি ছিল, এবার ৮। এ কারণে গত আসরে থাকা ৭ আইকনের সঙ্গে এবার নতুন আইকন হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বাঁহাতি পেস বিস্ময় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের নাম। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য সচিব ড. ইসমাইল হায়দার মল্লিক। ২০১৪ সালে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় ক্রিকেট আসর বিপিএল অনুষ্ঠিত হয়নি নানাবিধ জটিলতায়। তবে বেশ কিছু সংশোধন ও পরিমার্জনের পর ২০১৫ সালে আবার শুরু হয়েছে বিপিএল। তারপর টানা দুই বিপিএল প্রায় বিতর্কহীনভাবেই অনুষ্ঠিত হয়েছে। অবশ্য গত বছর ক্রিকেটার জুপিটার ঘোষ ও ম্যানেজার সানোয়ার হোসেনকে নিয়ে ফিক্সিংয়ের বিতর্ক উঠেছিল। সে কারণে এবার এ দু’জনকে বিপিএলে সব ধরনের সংশ্লিষ্টতা নিষিদ্ধ করেছে বিপিএল গবর্নিং কাউন্সিল। এ বিষয়ে মল্লিক বলেন, ‘ফিক্সিংয়ে যুক্ত হওয়ার যে অভিযোগ তাদের বিরুদ্ধে সে বিষয়ে আমরা তদন্তে কিছুই পাইনি। কিন্তু এর আগেও সানোয়ার হোসেনের বিরুদ্ধে প্রথম বিপিএলে অভিযোগ উঠেছিল। আমরা চাই না বিতর্কিত কোন ব্যক্তি বিপিএলে থাকুক। তাই দু’জনের সংশ্লিষ্ট হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছি।’ তিনি দাবি করেন বিভিন্ন দেশের ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে অনাপত্তি পত্র পেতে কোন জটিলতা তৈরি হবে না। মল্লিক এ বিষয়ে জানান প্রতি দেশের বোর্ডের সঙ্গেই এখন বিসিবির সুসম্পর্ক তৈরি হওয়াতে খেলোয়াড় পেতে কোন ঝক্কি পোহাতে হবে না। তবে প্রায় একই সময়ে আরও দুটি জনপ্রিয় টি২০ লীগ অস্ট্রেলিয়ার বিগব্যাশ ও দক্ষিণ আফ্রিকার র‌্যাম সøাম শুরু হবে বিধায় এবার ক্রিকেটার পেতেও বেশ বেগ পেতে হবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তাই আরও ২ দিন এগিয়ে আনা হয়েছে বিপিএল শুরুর সময়। ৪ নবেম্বরের পরিবর্তে এখন বিপিএল অনুষ্ঠিত হবে ২ নবেম্বর। আর ২ নবেম্বরের পরিবর্তে উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ অক্টোবর। মল্লিক জানিয়েছেন ১৫ ডিসেম্বরের মধ্যেই বিপিএল শেষ করার লক্ষ্য তাদের। প্লেয়ার্স ড্রাফটে বিপিএলের তালিকা থেকে অন্তত ২ বিদেশীকে কিনতেই হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এর বাইরে নিজেদের আলোচনায় কোন বিদেশীকে দলে ভেড়ালে তাদের পারিশ্রমিকের নিশ্চয়তার বিষয়ে কোন দায়িত্ব নেবে না বিসিবি। এমনকি আইকনদের পারিশ্রমিকের দায়িত্বও বিসিবি নেবে না। কারণ আইকনদের পারিশ্রমিক ফ্র্যাঞ্চাইজিরাই নির্ধারণ করবে। গত আসরে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাব্বির রহমান ছিলেন আইকন। এবার এক ফ্র্যাঞ্চাইজি বেড়ে যাওয়ার নতুন করে আইকন হয়েছেন মুস্তাফিজ। আগের মতোই ক্যাটাগরি থাকছে খেলোয়াড়দের। তবে কোন ক্যাটাগরিতে পারিশ্রমিক বাড়ছে না। দলগুলো যত খুশি বিদেশীকে দলে ভেড়াতে পারবে। কিন্তু অন্তত ১৩ দেশী ক্রিকেটারকে রাখতেই হবে। পুরনো খেলোয়াড়দের মধ্যে আইকনসহ মোট ৪ ক্রিকেটারকে রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। পারিশ্রমিক নিয়ে মল্লিক বলেন, ‘প্রথম দুই আসরে পারিশ্রমিক নিয়ে অনেক সমস্যা হয়েছে। শেষপর্যন্ত বন্ধই হয়ে গিয়েছিল বিপিএল। আমরা পারিশ্রমিক বাড়িয়ে নতুন করে ঝামেলা বাড়াতে চাই না। সুশৃঙ্খলভাবে এই আসরটি ভালভাবে চলুক এটাই আমাদের লক্ষ্য। আয় বড় বিষয় নয়। আমাদের লক্ষ্য এর মাধ্যমে তরুণ মেধা বেড়িয়ে আসুক।’ ফ্র্যাঞ্চাইজি বেড়ে যাওয়ায় ম্যাচও বাড়বে, খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়বে। এ কারণে ফ্র্যাঞ্চাইজিদের চাওয়া অনুসারে ম্যাচে প্রতি দলে সর্বোচ্চ ৫ বিদেশী ক্রিকেটার খেলানোর যাবে। তবে সর্বনিম্ন ৩ বিদেশী খেলাতেই হবে। এ বিষয়ে মল্লিক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি বাড়ছে, তাই ভাল মানের দেশীয় ক্রিকেটারদের অংশগ্রহণ এমনিতেই বেড়ে যাবে। আমরা ৭ ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলাম ম্যাচপ্রতি কয়জন বিদেশী খেলাতে চান তারা। এর মধ্যে ৫ ফ্র্যাঞ্চাইজিই জানিয়েছে ৫ বিদেশীর কথা। তবে অন্তত ৩ বিদেশী খেলানোর বাধ্যবাধকতা রাখছি আমরা, সর্বোচ্চ ৫ জন খেলাতে পারবেন।’
×