ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রেন টিউমারের লক্ষণ, কারণ ও তার চিকিৎসা

প্রকাশিত: ০৬:২৯, ২৫ জুলাই ২০১৭

ব্রেন টিউমারের লক্ষণ, কারণ ও তার চিকিৎসা

ব্রিটেনের এক জরিপে প্রতি এক লাখ মানুষের মধ্যে ৬ জন প্রতি বছর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে থাকে। Tentorial meningioma নামক একটি পর্দা দিয়ে আমাদের ব্রেনকে দুইটি কম্পার্টমেন্টে ভাগ করা যায়। একটি হলো ওপরের প্রকোষ্ঠ বা supratentorial compartment আর একটি হলো- নিচের প্রকোষ্ঠ বা infratentorial compartment। একজন পূর্ণ বয়স্ক মানুষের উপরের প্রকোষ্ঠে শতকরা ৮০-৮৫ ভাগ টিউমার হয়ে থাকে এবং নিচের প্রকোষ্ঠে শতকরা ১৫-২০% ভাগ টিউমার হয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে ওপরের প্রকোষ্ঠে শতকরা ৪০ ভাগ এবং নিচের প্রকোষ্ঠে শতকরা ৬০ ভাগ টিউমার হয়ে থাকে। ব্রেন টিউমার প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। ১. ইবহরমহ ঞঁসড়ৎ যা ক্যান্সার জাতীয় না। ২. গধষরমহধহঃ ঞঁসড়ৎ বা ক্যান্সার জাতীয়। ক্যান্সার জাতীয় টিউমার আবার দুই ধরনের ১. চৎরসধৎু গধষরমহধহঃ যা স্থানীয়ভাবে উৎপত্তি হয়। ২. গবঃধংঃধংরং যা অন্য জায়গা থেকে ব্রেনে ছড়িয়ে আবার যে কোষ থেকে ঞঁসড়ৎ উৎপত্তি হয় সেই কোষের নাম অনুযায়ী ঞঁসড়ৎ এর নাম করা হয়। যেমনÑ astrocytoma,ependymoma,meningioma,pituitary tumor ইত্যাদি। ব্রেন টিউমারের কারণ- আমাদের শরীরে কিছু মবহব আছে যা টিউমার হতে বাধা দেয়। এদের tumor suppressor মবহব বলে। কোন কারণে tumor suppressor মবহব যদি inactivation হয়, তা হলে brain tumour হয়ে থাকে। যেমন- ঢ়৫৩ মবহব এর সঁঃধঃরড়হ এর ফলে নৎধরহ ঃড়ঁসড়ৎ হয়ে থাকে। তাছাড়া যিড়ষব যবধফ বা মাথায় ৎধফরধঃরড়হ দিলে ব্রেন টিউমার হয়ে থাকে। ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা। তবে সব মাথা ব্যথাই ব্রেন টিউমারের জন্য নয়। মাথা ব্যথা শতকরা ১ ভাগেরও কম কারণ হলো ব্রেন টিউমার। ব্রেন টিউমারের জন্য মাথা ব্যথা, সাধারণত খুব ভোরে শুরু হয়। তাছাড়া মাথা ব্যথার সঙ্গে সঙ্গে খিচুনি হতে পারে। খিচুনি সাধরণত হাতে বা পায়ে বা অন্য কোন স্থান থেকে শুরু“হয়ে সারা শরীরে ছড়িয়ে পরে। ঢ়রঃঁরঃধৎু মষধহফ টিউমার হলে রোগীর দৃষ্টিশক্তি হধৎৎড়ি হয়ে যায়। সে সামনের অংশ দেখতে পারে এবং দুই পাশে দেখে না। একপর্যায়ে অন্ধ হয়ে যায়। রোগীর ব্রেন সামনের অংশে বা ভৎড়হঃধষ ষড়নব এ টিউমার হলে স্মৃতিশক্তি হ্রাস পায়। ধনহড়ৎসধষ ব্যবহার করে। দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। গড়ঃড়ৎ ধৎবধ ঞঁসড়ৎ হলে উল্টা দিকে প্যারালাইসিস হয়ে থাকে। ঈৎধহরধষ ঈধারঃু এর নিচের প্রকোষ্ঠে টিউমার হলে রোগী হাটতে গেলে ওসনধষধহপব হয়, কানে শুনে না, কথা স্পষ্ট করে বলতে পারে না। ঞঁসড়ৎ বেশি বড় হয়ে গেলে রোগীর হঠাৎ মৃত্যু ও হতে পারে। ব্রেন টিউমার ডায়াগনসিস করার জন্য গজও ড়ভ নৎধরহ রিঃয ঈড়হঃৎধংঃ, কোন কোন ক্ষেত্রে ঈঞ ংপধহ ড়ভ ইৎধরহ রিঃয ঈড়হঃৎধংঃ করতে হয়। ব্রেন টিউমার প্রতিরোধ করার ক্ষমতা মানুষের নেই। তবে ধূমপান থেকে বিরত থাকলে ফুসফুস ক্যান্সার হবে না এবং তা থেকে ব্রেন এ গবঃধংঃধংরং হবে না। তাছাড়া জধফরধঃরড়হ কে ধাড়রফ করা। যেমন পবষষ ঢ়যড়হব এর ব্যবহার কমানো, ইৎধরহ ৎধফরধঃরড়হ না দেয়া। জধফরধঃরড়হ ভরবষফ থেকে দূরে থাকা। তাছাড়া খাদ্যে ভেজাল প্রতিরোধে ব্যবস্থা নিলে এবং নিয়মিত প্রচুর ফল, শাকসবজি খেলে, ঈবষষ সঁঃধঃরড়হ কমে যায়। ব্রেন টিউমারের চিকিৎসা আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বহু সরকারী-বেসরকারী হাসপাতালে, সফলতার সঙ্গে গরপৎড়ংপড়ঢ়ব এর সাহায্যে ইৎধরহ ঞঁসড়ৎ ঙঢ়বৎধঃরড়হ করে যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আমরা সফলতার সঙ্গে প্রায় প্রতিদিন ব্রেন টিউমার অপারেশন করে যাচ্ছি। ঊহফড়ংপড়ঢ়ব এর সাহায্যে আমরা নৎধরহ ড়ঢ়বহ না করে ঢ়রঃঁরঃধৎু ঃঁসড়ৎ ড়ঢ়বৎধঃরড়হ করছি। বেশির ভাগ ক্ষেত্রে রোগী ভাল হয়ে বাড়ি চলে যায়। ডাঃ হারাধন দেব নাথ সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাহবাগ, ঢাকা। মোবাইল- ০১৭১১৩৫৪১২০, ০১৭০৪২৫৯১৯৪
×