ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাইম এশিয়া ভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ

প্রকাশিত: ০৬:২১, ২৫ জুলাই ২০১৭

প্রাইম এশিয়া ভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামার সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী এবং নবাগত শিক্ষার্থীদের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডীন প্রফেসর শেখ হাসানুজ্জামান নতুন শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। -বিজ্ঞপ্তি ডিমলায় বজ্রপাতে কৃষক নিহত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বজ্রপাতে জিয়াউর রহমান (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছে। রবিবার রাত ৮টায় নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সময় জিয়াউর রোপা আমন ক্ষেতে কাজ করছিল। হটাৎ বজ্রপাতে তার শরীর ঝলসে গেলে সে ঘটনাস্থলে জমিতে পড়ে থাকে। পার্শ্ববর্তী জমিতে কর্মরত শ্রমিকরা দেখতে পেয়ে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×