ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরীক্ষায় ভাল ফল না হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:২০, ২৫ জুলাই ২০১৭

পরীক্ষায় ভাল ফল না হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় রাজধানীর রমনায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এদিকে বনানীতে যানবাহনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কাক্সিক্ষত ফল না পেয়ে রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় জান্নাতুল নাঈমা ইতি (২০) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে বাগেরহাট জেলার কলেজছাত্রী। এবার যশোর শিক্ষা বোর্ডের অধীনে বাগেরহাটের আবুল কালাম ডিগ্রী কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। মৃতের বাবার নাম শেখ আব্দুল খালেক। বাড়ি বাগেরহাট জেলার রামপালে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন জানান, কয়েকদিন আগে জান্নাতুল নাঈমা ইতি তার বড় বোন শারমিনের রাজধানীর রমনার আমতলা এলাকার ২৮৮/২ নম্বর বাড়িতে বেড়াতে আসে। তিনি জানান, রবিবার ফল ঘোষণা হলে নিজের ফল জানতে পারে ইতি। সে আশানুরূপ ফল করতে পারেনি। এতে ক্ষোভে-দুঃখে ঘরের উকুন মারা ওষুধ পান করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসআই নিয়াজ উদ্দিন জানান, এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অনুমতিতে সোমবার দুপুরে ময়নাতদন্ত ছাড়াই ওই ছাত্রীর মরদেহ তাদের হাতে তুলে দেয়া হয়। পরে তার লাশ গ্রামের বাড়ি বাগেরহাট জেলার রামপালে নিয়ে যাওয়া হয়। সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু রাজধানীর বনানীতে যানবাহনের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৫) নামে পথচারীর মৃত্যু হয়েছে। তিনি মিরপুর ১১ নম্বর সেকশনে বাস করেন। সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
×