ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশুর কাছে চাকরির প্রস্তাব

প্রকাশিত: ০৬:১৯, ২৫ জুলাই ২০১৭

শিশুর কাছে চাকরির প্রস্তাব

লন্ডনের রাস্তার লেবুর শরবত বিক্রি করার দায়ে দেড় শ’ পাউন্ড জরিমানা করা পাঁচ বছরের শিশুটিকে অনেকেই চাকরির প্রস্তাব দিয়েছে। তারা বলছে, বিভিন্ন ইভেন্টে সে তার নিজস্ব স্টল খুলতে পারে। উৎসব প্রাঙ্গণে লেবুর শরবতের দোকান দেয়ারও প্রস্তাব দেয়া হয়েছে। একটি উৎসবের সামনে সে শখের বশে লেবুর শরবতের সরঞ্জাম সাজিয়ে বসে। কিন্তু কাউন্সিলের কর্মকর্তারা ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা শুরু করার অজুহাতে শিশুটিকে জরিমানা করে। -বিবিসি আর্মি গেমস চলতি মাসের শেষে রাশিয়ায় বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে বার্ষিক ‘ইন্টারন্যাশনাল আর্মি গেমস’ শুরু হতে যাচ্ছে। এতে অংশ নিতে ইতোমধ্যে ২২ দেশের ১২শ’রও বেশি সৈন্য রাশিয়ায় পৌঁছেছে। ২৯ জুলাই থেকে ১২ আগস্ট সোচিতে এ ‘গেমস’ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় আজারবাইজান, আর্মেনিয়া, বেলারুশ, চীন, মিসর, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ অন্য দেশের সৈন্য অংশ নিচ্ছে। ২০১৫ সালে প্রথম এ গেমস শুরু হয়। -সিনহুয়া
×