ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগুন নিয়ে খেলছে ইসরাইল ॥ আরব লীগ

প্রকাশিত: ০৬:১৯, ২৫ জুলাই ২০১৭

আগুন নিয়ে খেলছে ইসরাইল ॥ আরব লীগ

ইসরাইল মুসলিমদের প্রথম ক্বিবলা আল আকসা মসজিদে প্রবেশের ওপর নতুন করে যে প্রতিবন্ধকতা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটি বলেছে, তেল আবিব সরকার এ স্পর্শকাতর পবিত্র স্থাপনায় আগুন নিয়ে খেলছে। খবর ওয়েবসাইটের। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেম আল কুদস হচ্ছে মুসলিমদের রেড লাইন। কোন আরব বা মুসলিম নাগরিক এ নগরীর কোন পবিত্র স্থাপনায় ইসরাইলী সীমা লঙ্ঘন মেনে নেবে না। তিনি ইসরাইলের বিরুদ্ধে ‘হঠকারিতা’র অভিযোগ এনে বলেন, আল আকসা মসজিদে নতুন করে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে তার ফলে আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে তেল আবিবের বড় ধরনের সঙ্কট তৈরি হতে পারে। সম্প্রতি ইসরাইল পূর্ব জেরুজালেম আল কুদসে অবস্থিত আল আকসা মসজিদের প্রবেশপথে মেটাল ডিটেক্টর ও নিরাপত্তা ক্যামেরা স্থাপন করেছে। কুয়েতের সিদ্ধান্তে ইরান হতাশ কুয়েত ইরানী কূটনীতিকদের সংখ্যা কমানোর যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তাতে তেহরান হতাশা ব্যক্ত করলেও সোমবার জানিয়েছে, তারা কুয়েত থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করবে না। গত সপ্তাহে কুয়েত ১৫ ইরানী কূটনীতিককে ছয় মাসের মধ্যে কুয়েত ত্যাগের নির্দেশ দেয়। ইরানিয়ান রেভোল্যুশনারি গার্ডের সঙ্গে একটি ‘সন্ত্রাসী’ সেলের সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। কুয়েতের এমন সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। -এএফপি
×