ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন প্রণব মুখার্জী

প্রকাশিত: ০৬:১৯, ২৫ জুলাই ২০১৭

ভারতের গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন প্রণব মুখার্জী

ভারতের রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ করলেন প্রণব মুখার্জী। বিদায়বেলায় তাই ইন্দিরা গান্ধীর উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করে দিলেন। রবিবার পার্লামেন্টের সেন্ট্রাল হলে সংসদ সদস্যদের পক্ষ থেকে দেয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি গণতন্ত্র নিয়ে তার উদ্বেগের কথা জানান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস অনলাইনের। প্রণব মুখার্জী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর আবেগ, উদ্যম, সৌজন্য ও ধৈর্যের প্রশংসা করার পাশাপাশি কোন আলোচনা ছাড়া বিল পাস করানো বা পার্লামেন্টকে এড়িয়ে অধ্যাদেশ আনার সমালোচনা করেন। ইন্দিরা গান্ধীর জরুরী আবস্থার উদাহরণ দিয়ে মোদিকে গণতন্ত্রের বার্তাও দিলেন কৌশলে। রাষ্ট্রপতি জানান, তার ‘মেন্টর’ ছিলেন ইন্দিরা। সত্য বলতে কখনও দ্বিধা করতেন না। জরুরী অবস্থার জেরে কংগ্রেসের পরাজয়ের পর লন্ডনে সাংবাদিকরা ইন্দিরাকে জিজ্ঞাসা করেন, জরুরী অবস্থা থেকে লাভ কী হলো? ইন্দিরা গান্ধীর জবাব ছিল, এই ২১ মাসে ভারতের সব অংশের মানুষের থেকে বিচ্ছিন্ন হতে পেরেছি। জবাব শুনে সবাই প্রথমে নীরব হয়ে গেলেও পরে তারা সবাই অট্টহাসিতে ফেটে পড়েন। কেউ আর কোনও প্রশ্ন করেননি। তখনই আমি শিখেছিলাম, নিজের ভুল স্বীকার করে তা শুধরে নিতে হয়। অজুহাত দেয়ার থেকে নিজেকে শুধরে নেয়া সব সময় ভাল। গণতন্ত্র প্রসঙ্গে জওহরলাল নেহরুর একটি মন্তব্য তুলে ধরেন প্রণব মুখার্জী।
×