ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাঙ্গরের কাছে হারলেন ফেলপস

প্রকাশিত: ০৬:০৬, ২৫ জুলাই ২০১৭

হাঙ্গরের কাছে হারলেন ফেলপস

মাইকেল ফেলপস-এ গ্রহের সর্বশ্রেষ্ঠ সাঁতারু হিসেবে পরিচিত। অলিম্পিকে একের পর এক স্বর্ণপদক জিতলেও এবার সমুদ্র দানবখ্যাত শ্বেত হাঙ্গরের কাছে ঠিকই ধরাশায়ী হয়েছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার খোলা সাগরের একটি অংশে ১শ’ মিটার সাঁতারের এই প্রতিযোগিতা হয় এবং তা ডিসকভারি চ্যানেলে সম্প্রচারিত হয়। হাঙ্গরটি ১০০ মিটার পার হয় ৩৬ দশমিক ১ সেকেন্ডে। আর মাইকেল ফেলপস পার হন ৩৮ দশমিক ১ সেকেন্ডে। এখানে বলতেই হবে যে এই প্রতিযোগিতা কিন্তু ঠিক বাস্তব ছিল না। ফেলপস এবং হাঙ্গরটি পাশাপাশি সাঁতরায়নি। আসলে হাঙ্গর এবং ফেলপস আলাদা আলাদা ভাবে ১শ’ মিটার সাঁতার কাটে। পরে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এটিকে এক সঙ্গে দেখানো হয়। তবে সামাজিক মাধ্যমে এ ঘটনার প্রশংসা-নিন্দা দুটিই দেখা গেছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি আসলেই চিতা, ঘোড়া, হাঙ্গর, বা ডলফিনের মতো বন্য প্রাণীর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম? সাধারণভাবে উত্তর হচ্ছেÑ না। খবরে বলা হয়েছে মাইকেল ফেলপস সাঁতরেছিলেন হাঙ্গরের লেজের মতো একটি পোশাক পড়ে।-বিবিসি অবলম্বনে।
×