ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে তরুণীকে পুড়িয়ে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:০৫, ২৫ জুলাই ২০১৭

চট্টগ্রামে তরুণীকে পুড়িয়ে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এক তরুণীকে পুড়িয়ে হত্যার দায়ে ৮ জনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে স্থানীয় একটি আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- প্রদান করা হয়। সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম এ রায় প্রদান করেন। দ-িতরা হলেনÑ সোবহান, সেলিম, আবু তাহের, মোশাররফ হোসেন, নুর হোসেন, জাফর, রফিক মাস্টার এবং আবদুল জব্বার। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন ২ আসামি। মামলার বিবরণে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রায় ১৫ বছর আগে এ হত্যার ঘটনাটি ঘটে মীরসরাই উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানী গ্রামের প্রয়াত আলী আকবরের পরিবারের সঙ্গে বিরোধ ছিল স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপের। ২০০২ সালের ৬ জুলাই আকবর আলীর ঘরে আগুন দেয় প্রভাবশালীদের লোকজন। এ সময় ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন আকবর আলীর স্ত্রী নূরজাহান বেগম, তার তরুণী কন্যা মর্জিনা বেগম এবং নূরজাহানের বোনের ছেলে শাহজাহান। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কোন রকমে বের হতে সক্ষম হন নূরজাহান। কিন্তু ভেতরে আটকা পড়ে যান মর্জিনা ও শাহজাহান। স্থানীয় লোকজন এসে আগুন নেভায় এবং মারাত্মকভাবে দগ্ধ মর্জিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।
×