ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতাসহ ৮৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ০৬:০৫, ২৫ জুলাই ২০১৭

বিএনপি নেতাসহ ৮৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় বিএনপি নেতা আমান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৮৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ হামিদ চার্জ গঠনের আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু জানান, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বিএনপি নেতা আমানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ওই দিন রাতে তার মা ফাতেমা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। ২০১৪ সালের ২৪ অক্টোবর সদর থানার এস.আই আবুল কাসেম ৮৯ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিনি আরও জানান, এ মামলায় ইতোমধ্যে হাবিবুল ইসলাম হাবিবসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন চলাকালীন বিএনপির তৎকালীন সভাপতি হাবিবুল ইসলাম হাবিব ও সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও সরকারী কলেজের সাবেক ভিপি আমান উল্লাহ আমানকে পিটিয়ে হত্যা করা হলে এই মামলা দায়ের হয়।
×