ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কথা বলা হ্যাট!

প্রকাশিত: ০৬:০০, ২৫ জুলাই ২০১৭

কথা বলা হ্যাট!

ভিডিও গেমস তৈরির প্রখ্যাত কোম্পানি আতারি। দীর্ঘ দিন থেকে গ্রাহকদের জন্য নিত্য নতুন গেমস তৈরি করে চমক দিয়ে আসছে। তবে আতারির এবারের আবিষ্কারটি সত্যিই অন্যরমক। এবার গ্রাহকদের জন্য কথা বলা হ্যাট করে নতুন করে আলোচনায় এসেছে কোম্পানিটি। এই হ্যাটের প্রান্তভাগে বসানো হয়েছে দুটি ছোট্ট স্পীকার। এই স্পীকার ব্লুটুথের সাহায্যে চলে। আপনি চাইলে যেকোন ডিভাইসের সঙ্গে এটি সংযোগ করতে পারেন। এর সাহায্যে যেমন গান শোনা যায় তেমনি কথাও বলা যায়। কানের সঙ্গে সংযোগ দেয়া ব্লুটুথ অথবা কানের মধ্যে প্রবেশ করানো যায় এমন হেডফোনের শারীরিক ক্ষতি রয়েছে-এই ভেবে আতারি এই ক্যাপ তৈরি করেছে। এই ক্যাপ মাথায় দিলে রোদ থেকে বাঁচা যায় আবার কথা বলা ও গান শোনার কাজ করা যায়। এই স্পীকারের সাহায্যে একই গান বিভিন্ন সুর ও লয়ে শোনা যায়। আতারি কর্তৃপক্ষের ভাষ্য, ইতোমধ্যে কম্পমান জিন্স প্যান্ট, আপনা আপনি শুকিয়ে যাওয়া জ্যাকেট, সৌরশক্তি চালিত কোট আবিষ্কৃত হয়েছে। তবে আমাদের এই কথা বলা হ্যাটের মতো কিছু তৈরি হয়নি। এই ধারণা থেকেই আমরা গবেষণা শুরু করি। আমাদের উদ্দেশ্য ছিল হেডফোন ছাড়া শুবণযন্ত্র তৈরি করা। যাতে কানের কোন ক্ষতি না হয়। সেই ধারণা থেকেই আমাদের এই কথা বলা হ্যাট তৈরির উদ্যোগ। আশা করি প্রযুক্তি দুনিয়ায় দাপটের সঙ্গে এই হ্যাট বিক্রি হবে। হ্যাটের স্পীকার লিথিয়ান আয়ন ব্যাটারির সাহায্যে চলবে। চার্জ ফুরিয়ে গেলে বিদ্যুতের সঙ্গে সংযোগ দিলেই অল্প সময়ের মধ্যে চার্জ হবে। এটি নিয়ন্ত্রণের জন্য একটি বাটন রয়েছে। আরও রয়েছে এলইডি ইনডিকেটর। স্পীকার দুটি অত্যন্ত পাতলা। এটি দিয়ে দীর্ঘক্ষণ গান শুনলেও কোন সমস্যা হবে না। ঠিক কবে থেকে এই কথা বলা হ্যাট বাজারে আসবে-এ কিষয়ে কোন ইঙ্গিত পাওয়া যায়নি।-টেকরাডার অবলম্বনে।
×