ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ॥ ওসিকে অভিযোগ থেকে অব্যাহতি

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ জুলাই ২০১৭

নিঃশর্ত ক্ষমা  প্রার্থনা ॥ ওসিকে অভিযোগ থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার ॥ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় ‘জীবিত ব্যক্তিকে মৃত’ দেখিয়ে প্রতিবেদন দেয়ার অভিযোগ থেকে আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেনকে সতর্ক করে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে, আজাদ হোসেন ভূঁইয়ার হজে যাওয়ার ব্যবস্থা করতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুশদ ফরিদীকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারি ওরফে মালেক জেহাদির বিরুদ্ধে বিচারিক (নিম্ন) আদালতের দেয়া মৃত্যুদ- কমিয়ে যাবজ্জীবন কারাদ- দিয়েছে হাইকোর্ট। বগুড়ার মাটিডালি এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণীর ছাত্র মাসুক ফেরদৌস হত্যা মামলায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের বাবা মাহবুব হামিদ তারাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। আরও তিন মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নিয়োগের লক্ষ্যে ডাকা সিনেট সভার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দফা গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ৩০ জুলাই দিন ঠিক করেছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চেয়ে পার পেলেন আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ওসির পক্ষে ছিলেনÑ এ্যাডভোকেট শাহরিয়া কবির বিপ্লব। অপরদিকে রিটকারীর পক্ষে ছিলেন, আইনজীবী এম খালেদ ও মোঃ কায়সার জাহিদ ভূঁইয়া। এর আগে জীবিত এক হজযাত্রীকে (আজাদ হোসেন ভূঁইয়া) পুলিশ প্রতিবেদনে মৃত দেখানোর ঘটনায় হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ওসি। ছুটি নিয়ে হাইকোর্টের রুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুশদ ফরিদীকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাবির উপাচার্য (ভিসি), উপ উপাচার্য (প্রোভিসি) শিক্ষা, উপ-উপাচার্য প্রশাসন, রেজিস্ট্রার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোঃ ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সাজা কমল মৃত্যুদ-প্রাপ্ত দুই জঙ্গীর সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারি ওরফে মালেক জেহাদির বিরুদ্ধে বিচারিক (নিম্ন) আদালতের দেয়া মৃত্যুদ- কমিয়ে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে ডেথ রেফারেন্স ও আপীলের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আসামি পক্ষে ছিলেন মোঃ নাসির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। ক্রিকেটার মুশফিকের বাবার জামিন বহাল বগুড়ার মাটিডালি এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণীর ছাত্র মাসুক ফেরদৌস হত্যা মামলায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের বাবা মাহবুব হামিদ তারাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন তিন সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মুশফিকের বাবার পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী জাহিদুল বারি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান। সিনেট সভা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নিয়োগের লক্ষ্যে ডাকা সিনেট সভার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ এর ২০ (১) ধারা অনুযায়ী সিনেট গঠনের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সোমবার এ আদেশ দিয়েছেন। গ্যাসের মূল্যবৃদ্ধির রায় ৩০ জুলাই চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দফা গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ৩০ জুলাই দিন ঠিক করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এদিন ঠিক করেন।
×