ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫৭ ধারা স্বার্থ সংশ্লিষ্টদের আলোচনা করে সংশোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ জুলাই ২০১৭

৫৭ ধারা স্বার্থ সংশ্লিষ্টদের আলোচনা করে সংশোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি ॥ তথ্য নিরাপত্তা আইনের ৫৭ ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। এতে ধারাটির অপরাধ আরও সুনির্দিষ্ট করা হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বার্থসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সংশোধনের নির্দেশ দিয়েছেন। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে তিনি এ নির্দেশ দেন। এছাড়া মন্ত্রিসভা ডি-৮ সদস্য দেশগুলোর অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তদ্বির না শোনার কারণে একটি পত্রিকা ধারাবাহিকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করে চলেছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, মিথ্যা সংবাদ পরিবেশন করলে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেন। মামলা করুন। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তথ্য নিরাপত্তা আইনের ৫৭ ধারা সম্পর্কে বলেন, এটি বাতিল করা ঠিক হবে না। সরকারের তো একটি রক্ষাকবচ থাকতে হবে। বিশেষ করে সাইবার ক্রাইম রোধে ধারাটি থাকতে হবে। তিনি বলেন, এই ধারাটি দ্বারা কী পরিমাণ সাংবাদিক নির্যাতিত হয়েছে? বিনা কারণে কারও সম্মান ক্ষুণœ করা সংবাদপত্রের কাজ নয়। তথ্যমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে মন্ত্রিসভার ১০/১২ মন্ত্রী একমত পোষণ করেন। তথ্যমন্ত্রীর এ বক্তব্যে একমত পোষণের মধ্যে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুর নাসের চৌধুরী প্রমুখ। প্রধানমন্ত্রী বলেছেন, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই ধারাটি সংশোধন করতে হবে। সাংবাদিকরা কি চান তাও দেখতে হবে। আবার অপরাধীরা যাতে পার না পায় তাও দেখতে হবে। তিনি বলেন, ৫৭ ধারার অপরাধ আরও সুনির্দিষ্ট করতে হবে। ঠিক কি করলে অপরাধ হবে তা সুস্পষ্ট করতে হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম সাংবাদিকদের বলেন, ২০০৬ সালে মন্ত্রী পর্যায়ের বৈঠকে ৮ মুসলিম দেশের ডি-৮ ফোরাম চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এর অনুমোদন ঝুলে ছিল। সচিব বলেন, মন্ত্রিসভা কিছু পর্যবেক্ষণসহ বাংলাদেশ সংবাদ সংস্থা আইন-২০১৭’র খসড়া ফেরত পাঠিয়েছে। এটি প্রয়োজনীয় সংশোধনীসহ পুনরায় মন্ত্রিসভায় পেশ করতে তথ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। বৈঠকের শুরুতে ২০১৭ ও ২০১৬ সালের এপ্রিল-জুন সময়ে মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্তের তুলনামূলক প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের এপ্রিল-জুন সময়ে নয়টি বৈঠকে নেয়া ৭৪ সিদ্ধান্তের মধ্যে ৫৩টি বাস্তবায়িত হয়েছে এবং ২১টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। এ সময়ে ২টি নীতি/কৌশল ও অন্যান্য দেশের সঙ্গে স্বাক্ষরিত ১১ সমঝোতা স্মারকের অনুমোদন দেয়া হয়। এছাড়া পার্লামেন্টে পাস হওয়া ৫ আইনের অনুমোদনও দেয়া হয়। এর পূর্ববর্তী ২০১৬ সালের একই সময়ে ১১ বৈঠকে নেয়া ৯২টি সিদ্ধান্তের মধ্যে ৬৫টি বাস্তবায়িত হয়েছে। এই সময়ে ২টি নীতি/কৌশল এবং ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত এবং জাতীয় সংসদে বিশটি আইন প্রণীত হয়েছে।
×