ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটিয়ায় অবনতি

প্রকাশিত: ০৪:২০, ২৫ জুলাই ২০১৭

পটিয়ায় অবনতি

বিকাশ চৌধুরী পটিয়া থেকে জানান, চট্টগ্রামের পটিয়ায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত দুইদিনের ভারি বর্ষণে ও পাহাড়ী ঢলের পানি নিম্নাঞ্চলে ঢুকে পড়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ফলে সকাল থেকে মানুষের দুভোঁগ বেড়েছে। বাড়িঘর থেকে কেউ সকাল থেকে বের হতে পারেনি। বেশিরভাগ সরকারী-বেসরকারী অফিস-আদালত জনশূন্য হয়ে পড়ে। উপজেলার হাইদগাঁও, কেলিশহর, কচুয়াই, খরনা, ভাটিখাইন, ধলঘাট, জঙ্গলখাইন, আশিয়া, কাশিয়াইশ, শোভনদ-ি, হাবিলাসদ্বীপ, জিরি ছাড়াও পার্শ্ববর্তী কর্ণফুলী উপজেলার শিকলবাহা, চরলক্ষ্যা, চরপাথরঘাটা, জুলধা ও বড়উঠানে বৃষ্টি ও কর্ণফুলী নদীর জোয়ারের পানি একাকার হয়ে যায়। যার কারণে উপজেলার পটিয়া ও কর্ণফুলী এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। সোমবার দুপুরে কর্ণফুলী উপজেলার জুলধা, ডাঙ্গাচর এলাকায় আটকে পড়া মানুষদের দেখতে যান ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ। এদিকে উপজেলার পটিয়া ও পার্শ্ববর্তী কর্ণফুলী উপজেলায় মুরগি ও গাভীর খামারে হাঁটু পরিমাণ পানি ঢুকে খামারিদের ক্ষতি হয়েছে।
×