ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ০৪:২০, ২৫ জুলাই ২০১৭

সাতক্ষীরায় বাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত

স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, আশাশুনি উপজেলার গাজীপুর এলাকার কলঘেষিয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে তিনটি গ্রামের নিম্নাঞ্চল ও দেড় হাজার বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের গাজীপুর গ্রামের কলঘেষিয়া নদীর এ বেড়িবাঁধটি ভেঙ্গে যায়। স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে শতাধিক এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে সেখানে বাঁধ সংস্কারের চেষ্টা করলেও টানা বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। এদিকে, পাঁচ দিনের টানা বর্ষণে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চলে পানি জমেছে। স্থানবিশেষে জমেছে হাঁটুপানি। অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সোমবার দুপুরে প্রবল জোয়ারের চাপে কলঘেষিয়া নদীর প্রায় ১শ’ ফুট বেড়িবাঁধ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে শ্রীউলা ইউনিয়নের গাজীপুর, কাঁকড়াবুনিয়া ও বলাডাঙ্গা গ্রামের নিম্নাঞ্চল, দেড় হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়। শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, বাঁধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।
×