ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৯, ২৫ জুলাই ২০১৭

টুকরো  খবর

কারাগারে ফাঁসির আসামির মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ফাঁসির দ-প্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে রবিবার রাতে। তার নাম রমজান হোসেন ওরফে মকবুল (৫৩)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর পাগার ঝিনু মার্কেট এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। উল্লেখ্য, ২০১৩ সালের গাজীপুরের টঙ্গী মডেল থানার হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি রমজান প্রায় এক বছর ধরে এ কারাগারে বন্দী ছিলেন। রবিবার রাতে রমজান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় পরে সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবাসিক হোটেলে ১১ নারী-পুরুষ আটক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পতিতা-খদ্দের ও হোটেলের ম্যানেজারসহ ১১ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। পুলিশ জানান, গাজীপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার স্বাগতম গেস্ট হাউস নামের একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ চলছে। এমন সংবাদ পেয়ে রবিবার রাতে শ্রীপুর মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ওই হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ পতিতা এবং ৮ জন খদ্দের ও হোটেলের ব্যবস্থাপকসহ মোট ১১ জন নারী-পুরুষকে পুলিশ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে জনবিরক্তিকর কাজের অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ জুলাই ॥ বড়াইগ্রামে একটি রিভলবার, এক রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, রামদা ও হাঁসুয়াসহ একাধিক মামলার আসামি স্থানীয় সন্ত্রাসী মানিক আহমেদ (৩৫) ও রফিকুল ইসলাম (৩২) নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার সাঁতইল গ্রামের তাদের নিজ বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক আহমেদ সাঁতইল গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং রফিকুল ইসলাম একই গ্রামের ওসমান আলীর ছেলে। পুলিশ জানান, চাঁদাবাজি, ছিনতাই ও এলাকায় মানুষজনকে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি-ধমকি দেয়াসহ একাধিক মামলার আসামি স্থানীয় সন্ত্রাসী রফিকুল ও মানিক এলাকায় অস্ত্র সংগ্রহ করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সাঁতইল গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে মানিকের শয়ন ঘরের বিছানার নিচে থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তিতে তার সহযোগী রফিকের দোকান ঘর থেকে দুটি চাইনিজ কুড়াল, রামদা ও হাঁসুয়াসহ আরও বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়। বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সেক্টর সদর দফতরে ইতোপূর্বে জব্দকৃত এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৬ হাজার ৫৯২ বোতল ফেনসিডিল, ৫৮০ বোতল বিদেশী মদ, ৯৭৪ বোতল বিয়ার, ৮ হাজার ৮৩৮ লিটার বাংলা মদ, ১ লাখ ৪০ হাজার ৪৪৭ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট ও ৫ কেজির অধিক গাঁজা। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ কোটি ২৮ লাখ ৩শ’ টাকা। ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক যশোর সীমান্ত থেকে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নৌ-এ্যাম্বুলেন্স হাসিব রহমান, ভোলা ॥ বহু প্রতীক্ষার পর অবশেষে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা হাসপাতালে যুক্ত হতে যাচ্ছে নৌ এ্যাম্বুলেন্স। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত এই নৌ-এ্যাম্বুলেন্সটি তৈরি করা হয়েছে। আজ এ্যাম্বুলেন্সটি মনপুরায় পৌঁছার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষাধিক জনবসতিপূর্ণ দ্বীপ উপজেলা মনপুরায় যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেয়ার জন্য অন্যত্র নেয়ার জন্য ইতোপূর্বে কোন ব্যবস্থা ছিল না। ঢাকাগামী একটি লঞ্চ এবং ইঞ্জিনচালিত নৌকাই হচ্ছে একমাত্র ভরসা। তাই বিগত দিনে অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছে। আধুনিক এই ডিজিটাল বাংলাদেশে এমন পরিস্থিতি কারও কাম্য নয়। তাই মুমূর্ষু রোগীকে মনপুরা হাসপাতাল থেকে ভোলা জেলা শহর কিংবা বরিশাল-ঢাকায় দ্রুত উন্নত চিকিৎসা দেয়ার লক্ষ্যে মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদের উদ্যোগে এই নৌ-এ্যাম্বুলেন্সটির ব্যবস্থা করা হয়েছে। তিনি স্বাস্থ্য বিভাগে প্রস্তাব পাঠালে নৌ এ্যাম্বুলেন্সের জন্য প্রস্তাব পাঠালে তা অনুমোদন হয়। এ্যাম্বুলেন্সটি নির্মাণে ব্যয় হচ্ছে ১১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা। এর ধারণ ক্ষমতা ১৫ থেকে ২০ জন। এর গতিবেগ ঘণ্টায় ৭ থেকে ১০ নটিক্যাল মাইল। ঘণ্টায় মাত্র ৪ লিটার ডিজেল ব্যয় হবে। এ্যাম্বুলেন্সটি মনপুরা উপজেলা সদর থেকে মূল ভূখ- তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় আসতে সময় নেবে ১ থেকে সোয়া ঘণ্টা। সম্ভাব্য ভাড়া হবে দেড় থেকে দুই হাজার টাকা। প্রাণে রক্ষা ২০০ যাত্রীর নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৪ জুলাই ॥ সীতাকু--সন্দ্বীপ গুপ্তছরা ফেরিঘাটের নৌরুটে একটি স্টিমার বিকল হওয়ার ঘটনা ঘটেছে। তবে কোন রকম হতাহত ছাড়াই প্রাণে রক্ষা পায় স্টিমারে থাকা ২০০ যাত্রী। জানা যায়, সন্দ্বীপ থেকে সীতাকু- উপজেলার কুমিরাঘাটে সোমবার সকালে ছেড়ে আসার সময় সাগর অতিক্রম করার পর স্টিমার বে-ক্রুজ ইন্টারন্যাশনাল যান্ত্রিক দ্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এতে স্টিমারে থাকা ২০০ যাত্রীর চরম ভোগান্তিকে পড়তে হয়। পরে ঘাট কর্তৃপক্ষ তাৎক্ষণিক স্পীডবোট পাঠিয়ে এক এক করে যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়। কানসাটে আগুনে পুড়ে গেছে ট্রান্সফর্মার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুত সমিতির কানসাট সাবস্টেশনের ১নং ফিডারের যুক্তরাধাকান্তপুর বহলাবাড়ি মোড়ের ৩৭.৫ ট্রান্সফর্মার সংযুক্ত কাঠের পিলারের আগুনে ট্রান্সফর্মারটি পুড়ে যায়। ফলে কানসাট পল্লীবিদ্যুতের ১১ কেভি বিদ্যুত লাইন বন্ধ হয়ে যায়। সোমবার ভোর ৩টা ৩০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে ডিউিটিরত টেকনিশিয়ান দেলোয়ারকে বারবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে ২৫ মিনিট পরে যুক্তরাধাকান্তপুরের টেকনিশিয়ান আবুকে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নেভাতে সক্ষম হয়। জানা গেছে, পল্লী বিদ্যুতের ওই ট্রান্সফর্মার সংযুক্ত কাঠের পিলারে ট্রান্সফর্মারের লুজ কানেকশন থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটনা ঘটেছে বলে পল্লী বিদ্যুতের মহারাজপুর সাবস্টেশনের টেকনিশিয়ানরা জানায়। তবে আগুন লাগার প্রকৃত কারণ বলতে পারেনি পল্লী বিদ্যুতের সিনিয়র টেকনিশিয়ানরা। ইতোপূর্বে একই মোড়ে বিদ্যুতের খুঁটিতে ২ বার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, পল্লী বিদ্যুতের দায়িত্বহীনতার কারণে একই পিলারের ট্রান্সফর্মার পুড়ে গেলে গ্রাহকদের ৫৩ হাজার টাকা জরিমানা দিতে হয়। এবারও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বহীনতার কারণেই আগুন ধরেছে বিদ্যুতের খুঁটিতে। চিলিং পয়েন্টের দাবি দুগ্ধ খামারিদের স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চিলিং পয়েন্টে স্থাপনের দাবি করেছে নীলফামারীর ডিমলা উপজেলার দুগ্ধ খামারিরা। এই দাবি নিয়ে খামারিরা সোমবার সকালে নীলফামারী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দাকারের সঙ্গে মতবিনিময় সভা করেছে। দুগ্ধ খামারির ডিমলা সমিতির সভাপতি নুরুল ইসলাম জানায়, উপজেলাটিতে ছোট-বড় ৯২টি বিদেশী জাতের গরুর খামার রয়েছে। ডিমলায় গবাদি পশুর সংখ্যা ১ লাখ ১২ হাজার। দৈনিক দুধ উৎপাদন হয় ১৫ হাজার ২০০ লিটার। বর্তমানে প্রতি লিটার দুধ বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। তারা জানান, উৎপাদিত দুধ বাজারজাত করতে পারছেন না। স্থানীয় হাট-বাজারের হোটেল ও বাসাবাড়িতে প্রতিদিন ১৫ হাজার লিটার দুধ বিক্রি হয় না। আবার দামও কম। লিটার প্রতি ২০ হতে ২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে গাভী পালনের খরচ ওঠে না। তারা জানান, উৎপাদিত দুধ বিক্রি না হওয়ায় প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে। ডিমলা উপজেলায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র (চিলিং পয়েন্ট) না থাকার কারণে দুধের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। গত বছরের ২৯ অক্টোবর মিল্ক ভিটা লিমিটেডের রংপুর চিলিং পয়েন্টের সিনিয়র ব্যবস্থাপক ডাঃ শ্যামল কুমার রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ডিমলার দুগ্ধ খামার পরিদর্শন করেন। তারা সরকারী উদ্যোগে এখানে চিলিং পয়েন্ট স্থাপন করতে উর্ধতন কর্তৃপক্ষকে সুপারিশ করেছেন। কিন্তু আজ পর্যন্ত উদ্যোগ দেখা যায়নি। তিন প্রতিষ্ঠানকে জরিমানা স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে একটি নকল চা প্যাকেটজাতকরণ কারখানাসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর র‌্যাব ও পুলিশের সহযোগিতায় জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এ সময় শহরের কায়েতপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মির্জাপুর চায়ের আদলে মীরপুরী ও সিটি গোল্ড নামক মোড়কে চা প্যাকেট করে বাজারজাত করায় ফজলুল করিম নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাথী ও মনি সুপার আইসক্রিম নামে দুটি কারখানাকে নকল মোড়ক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের দায়ে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অবসর ও কল্যাণ ভাতা কর্তন বন্ধের দাবি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ জুলাই ॥ বেসরকারী শিক্ষক-কর্মচারীর অতিরিক্ত চার শতাংশ অবসর ও কল্যাণ তহবিল কর্তন বন্ধ, বৈশাখী ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদান এবং বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার দুপুর ১২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। এ সময় অধ্যক্ষ সেলিম মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোকমান হোসেন, মোঃ মজিবুর রহমান, শওকত আলী, আব্দুল ওহাব মিয়া, সামসুন্নাহার, দেলোয়ার হোসেন প্রমুখ। ৫ লাখ টাকার কারেন্ট জালে আগুন নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৪ জুলাই ॥ সদর উপজেলার সরকারবাজারে সোমবার দুপুরে অভিযান চালিয়ে দুটি দোকান থেকে পাঁচ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সরকারবাজারে অভিযান চালিয়ে দুটি দোকান থেকে পাঁচ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়।
×