ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পী সুজন মাহাবুবের পারফর্মেন্স আর্ট ‘ভাসানে উজান’

প্রকাশিত: ০৪:১০, ২৫ জুলাই ২০১৭

 শিল্পী সুজন মাহাবুবের পারফর্মেন্স আর্ট ‘ভাসানে উজান’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল বুধবার। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মানুষ সময়ের ক্রীতদাস চতুর্থ পর্বের কর্মক্ষমতা শিল্প ‘ভাসানে উজান’। শিল্পী সুজন মাহাবুব উপস্থাপিত ‘ভাসানে উজান’ পরিবেশিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার প্রবেশপথের সম্মুখ প্রান্তে। নিয়তির নির্মমতায় জলে ভাসা কোন এক মানবের আনবরত ঘুরে দাঁড়ানোর চেষ্টার শোকগাথা ‘ভাসানে উজান’। কৈশরের লালিত্য আর যৌবনের বাঁধভাঙ্গা স্বপ্নকে সম্বল করে একদিন শিল্প সাধনায় নিজেকে সফলভাবে উপস্থাপিত করেছিল যে, সে-ই আজ সহকর্মীদের চক্রান্তে শিল্পাঙ্গন থেকে নির্বাসিত হয়ে নিক্ষিপ্ত পথের আঁস্তাকুড়ে। পথের ধুলায়, পথের হেলায় পথহারা সে। তথাপি শিল্প নির্মাণের স্বপ্ন তো তাকে ছাড়ে না। শিল্পের বর্ণচ্ছটা থেকে সে বিতাড়িত কিন্তু তার পুরো জীবনটাই এখন প্রতিকূলতার আঁধারে তাড়িত। সত্য-মিথ্যার দ্বন্দ্বের ঢেউয়ে সে দিশাহারা কিন্তু শিল্পের জগৎ থেকে কিছুতেই দিকহারা নয়। ফলে ক্যানভাসের চিত্রপটের বিপরীতে ধরিত্রীর কোলে কোলাহল, ধূসর বর্ণিল রং আর পথের অনুরাগ-ই তার সম্বল। শিল্পের লড়াই তার বাস্তবতা আর জগৎ সভার এক নগণ্য শিল্পী হয়ে বাঁচার লড়াই চালিয়ে যাওয়াই তার ভাসমান জীবনের উজানের ভেলা। স্রোতের উজান-ভাটির টানাপোড়েনে এই অনবরত বাঁচার লড়াইয়ের প্রেক্ষিতে কর্মক্ষমতা শিল্প ভাসানে উজান। আবদ্ধ জলের কুয়ায় রঙের মিশ্রণ সৃজন, ওয়েব মেশিন চালিয়ে ঢেউ তোলা আর সাদা কাপড়ের পোশাক পরিধান করে উল্টো স্রোতে হাঁটার মধ্য দিয়েই সুজন মাহাবুবের শিল্প ভাসানে উজানের উপস্থাপনা। উল্লেখ্য, এবারের উৎসবে শিল্পী সুজন মাহাবুবসহ মোট পাঁচজন এ কর্মক্ষমতা শিল্পে অংশগ্রহণ করবেন।
×