ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ১৮ নারী শিল্পীর চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৪:০৯, ২৫ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ১৮ নারী শিল্পীর চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ক্যানভাসের সঙ্গে তাদের দারুণ সখ্য। প্রতিনিয়ত রাঙিয়ে তোলেন চিত্রপট। রংতুলির আঁচড়ে মেলে ধরেন মনের ভাবনাকে। কম্পোজিশনের সঙ্গে রেখার সংযোগে উদ্ভাসিত হয় বিচিত্র বিষয়। কখনওবা সেসব ছবি বলে যায় বাস্তবতার সঙ্গে ভাবনার সংযোগের কথা। আবার কখনও বিমূর্ত চিন্তার পথে ধাবিত হয় তাদের চিত্রপট। এমন ১৮ জন নারী শিল্পীর চিত্রকর্ম দেশের সীমা ছাড়িয়ে প্রদর্শিত হবে সুদূর মার্কিন মুলুকে। দেশের চিত্রকলা ভুবনে আলো ছড়ানো এ ১৮ নারী চিত্রশিল্পীর মধ্যে আটজনের অবস্থান প্রবাসে। স্বদেশ ও প্রবাসে অবস্থানকারী এসব শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘বাংলাদেশ উইমেন আর্টিস্ট এক্সিবিশন’ শিরোনামে আগামী ২৭ জুলাই থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে প্রদর্শনী। পাঁচ দিনের এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে নিউইয়র্কের ম্যানহাটানের চেলসি আর্ট ডিস্ট্রিক্টে। সেখানকার বিশ্বখ্যাত আর্ট গ্যালারি রগ স্পেসে প্রদর্শিত হবে ৩০টি চিত্রকর্মে সজ্জিত এ শিল্পসম্ভার। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। সহযোগিতা করেছে ঢাকার গ্যালারি টোয়েন্টিওয়ান, দ্য নিউইর্য়ক আর্ট কানেকশন ও বাংলাদেশী-আমেরিকান আর্টিস্টস ফোরাম। এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পী সামিনা নাফিজ জনকণ্ঠকে বলেন, রগ স্পেস হচ্ছে বিশ্ববিখ্যাত একটি আর্ট গ্যালারি। সেখানে আমাদের শিল্পকর্ম প্রদর্শিত হওয়ার বিষয়টি অবশ্যই মর্যাদাপূর্ণ। এছাড়া এ দেশের নারী শিল্পীদের শিল্পধারাও অবলোকনের সুযোগ পাবে ওই অঞ্চলের অধিবাসীরা। একই সঙ্গে আমাদের দেশের শিল্পাঙ্গনের জন্যও এ প্রদর্শনী বিশেষ তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে এ দেশের নারী চিত্রকরদের সৃজিত শিল্পের গতিধারা উপস্থাপিত হবে বিশ্ববাসীর সামনে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশে অবস্থানকারী শিল্পীরা হলেনÑ রোকেয়া সুলতানা, ফরিদা জামান, শামীম সুবরানা, গুলশান হোসেন, কনক চম্পা চাকমা, নাজিয়া আন্দালিব প্রিমা, বিপাশা হায়াত, দিলরুবা লতিফ রোজি, আফরোজা জামিল কঙ্কা ও সামিনা নাফিজ। প্রবাসী চিত্রকরদের মধ্যে রয়েছেন- শামীম বেগম, জেবুন্নেছা কামাল, সালমা কানিজ, মাসুদা কাজী, হালিদে সালাম, শামীম আরা, কানিজ হোসনে আকবরী ও সাজেদা সুলতানা।
×