ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে উবার বাইক

প্রকাশিত: ০৪:০৯, ২৫ জুলাই ২০১৭

পাকিস্তানে উবার বাইক

মোবাইল ফোনের এ্যাপসভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার এবার নিয়ে আসছে বাইক। পাকিস্তানের পাঞ্জাবে দেখা মিলতে যাচ্ছে উবার এই বাইক সেবা। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাঞ্জাবে সোমবার ১০০টি উবার বাইকের উদ্বোধন করেন রাজ্যটির চীফ মিনিস্টার ক্যাপ্টেন আমারিনদার সিং। জানা গেছে, পাকিস্তানের এ রাজ্যটিতে মূলত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য উবারের এ বাইক সেবা চালু করা হচ্ছে। এমনকি পরবর্তী বছরে এ সংখ্যা আরও বাড়ানো হবে জানিয়েছেন উবারের এক মুখপাত্র। উল্লেখ্য, শুধু পাকিস্তানেই নয়, গত বছরের ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে প্রথমবারের মতো মোটরসাইকেল ভিত্তিক সেবা চালু করে উবার। এ ছাড়া বর্তমানে বাংলাদেশে উবারের ট্যাক্সিভিত্তিক সেবা চালু রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার চীনা কোম্পানির সঙ্গে ব্যাটারি তৈরি করছে এ্যাপল বিশ্ব বিখ্যাত কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান এ্যাপল খুব গোপনীয়তার সঙ্গে ইলেক্ট্রনিক কার প্রজেক্টের জন্য ব্যাটারি তৈরির কাজ করছে। এ জন্য গবেষণা, উৎপাদন এবং উন্নয়নের জন্য চীনের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। চীনের ফুজিয়ান প্রদেশে কুপারেটিনো ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট এ্যামেপরেক্স টেকনোলজি লিমিটেড (সিএটিএল)-এর সঙ্গে গোপন চুক্তিতে সাময়িকভাবে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের এ প্রতিষ্ঠানটি। সাংহাই ভিত্তিক ইয়েকি গ্লোবাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। অজ্ঞাত একটি সূত্রের বরাতে পত্রিকাটি বলেছে, প্রতিষ্ঠান দুটি যৌথভাবে ব্যাটারি নিয়ে কাজ করছে। ২০১৩ সালে এ্যাপল তাদের স্বয়ংক্রিয় গাড়ি শিল্প নিয়ে কাজ করার কথা জানায়। কিন্তু পরবর্তীতে অটোমোবাইলগুলোর জন্য স্ব-ড্রাইভিং সফটওয়্যার তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকে প্রতিষ্ঠানটি। -অর্থনৈতিক রিপোর্টার
×