ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বসুন্ধরা ইকোনমিক জোন পেল ৫০০ একর জমি

প্রকাশিত: ০৪:০৭, ২৫ জুলাই ২০১৭

বসুন্ধরা ইকোনমিক জোন পেল ৫০০ একর জমি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনকে ৫০০ একর জমি বরাদ্দে সোমবার সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন বাংলাদেশের অন্যতম প্রথিতযশা শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। যেখানে একটি অত্যাধুনিক পাল্প এ্যান্ড বোর্ড মিলসহ বিভিন্ন উৎপাদনমুখী শিল্প গড়ে তোলা হবে, যার প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৪৮৮ মিলিয়ন মার্কিন ডলার এবং এর মাধ্যমে প্রায় ১৫,০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বেজা মনে করে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি, আগামী ২০৩০ সালের মধ্যে প্রতি বছর অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় এবং ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রত্যাশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়ন করা হচ্ছে। বেজা ইতোমধ্যে ১৫টি প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করেছে এবং চারটি বেসরকারী অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত লাইসেন্স প্রদান করেছে (মেঘনা অর্থনৈতিক অঞ্চল, আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল, আমান অর্থনৈতিক অঞ্চল ও বে অর্থনৈতিক অঞ্চল)। এছাড়া মংলা অর্থনৈতিক অঞ্চলের ডেভেলপার নিয়োগ সম্পন্ন করা হয়েছে ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল (প্রথম পর্যায়) ডেভেলপার নিয়োগের জন্য নির্বাচিত ডেভেলপারকে লেটার অব এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এবং নাফ ও সাবরাং ট্যুরিজম পার্ক উন্নয়নের কাজ চলমান রয়েছে। উল্লেখ্য, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের ২১২ একর জমি বরাদ্দ প্রদান করা হয়েছে, যেখানে ১.৩ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগের মাধ্যমে প্রায় ৪৩,০০০ লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। এছাড়াও মিরসরাই ও ফেনী অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীগণের নিকট হতে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। এছাড়া বেজার নির্বাহী সদস্য ড. এম এমদাদুল হক, হারুনুর রশিদ, মোহাম্মেদ আইয়ুবসহ বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ অন্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সমন্বয়ক বলেন, বিনিয়োগ আকর্ষণে বেজা ইতোমধ্যে সফল হয়েছে। এ ধারা অব্যহত রাখতে সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সরকার প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সভাপতির বক্ত্যবে বেজার চেয়ারম্যান বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ১০ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। বেজার পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন নির্বাহী সদস্য হারুনুর রশিদ এবং বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
×