ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিচারপতি জয়নুল আবেদীনের জামিন আপীলে বহাল

প্রকাশিত: ০০:৪৫, ২৪ জুলাই ২০১৭

বিচারপতি জয়নুল আবেদীনের জামিন আপীলে বহাল

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় আপীল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনকে দেয়া হাইকোর্টের আগাম জামিন বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে তিন সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। জয়নুল আবেদীনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। গত ১০ জুলাই বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বশির উল্লাহের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাবেক এ আপীল বিভাগের বিচারপতিকে আগাম জামিন দেন। একইসঙ্গে তাকে কেন নিয়মিত জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপীল করে দুদক।
×