ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় বাঁধ বিধ্বস্ত ॥ অস্বাভাবিক জোয়ারের পানি

প্রকাশিত: ১৯:৪১, ২৪ জুলাই ২০১৭

কলাপাড়ায় বাঁধ বিধ্বস্ত ॥ অস্বাভাবিক জোয়ারের পানি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রাম সংলগ্ন স্লুইসসহ বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এখন প্রবলবেগে অস্বাভাবিক জোয়ারের পানি ভিতরের জনপদে প্রবেশ করছে। ফলে কৃষি আবাদসহ পাঁচ গ্রামের সহস্রাধিক পরিবার চরম আতঙ্কে পড়েছে। পানিবন্দী হয়ে পড়ছে এসব পরিবার। ডুবে যাচ্ছে বাড়িঘর পর্যন্ত। তাহেরপুর, দৌলতপুর, মোহনপুর, লস্করপুর ও আমিরাবাদ গ্রামে পানি প্রবেশ করছে। লোকজন চরমভাবে আতঙ্কিত হয়ে পড়ছে। স্থানীয় চেয়ারম্যান এ্যাডভোকেট নাসিরউদ্দিন মাহমুদ জানান, আজ সোমবার বেলা ১১টার দিকে অস্বাভাবিক জোয়ারের প্রবল চাপে স্লুইসটি বাঁধসহ বিধ্বস্ত হয়। এখন প্রবল বেগে জনপদে প্রবেশ করছে পানি। চেয়ারম্যান আরও জানান, এসব গ্রাম ছাড়াও গৈয়াতলা, জালালপুর ও নিজকাটা গ্রামেও ওই পানিতে প্লাবনের শঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের জানান, ৪৬ পোল্ডারের এ স্লুইসটি মেরামতের জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। স্থানীয়রা জানান, দুই বছর আগে স্লুইসটিসহ বাঁধ দেবে গেছে। তখন তারা নিজ উদ্যোগে মাটি ভরাট করে জলোচ্ছ্বাস রোধ করেছিলেন। এখন তারা ফের চরম বিপদে পড়েছেন।
×