ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংলাপে ডাক পাচ্ছেন নাগরিক সমাজের ৬০ প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫০, ২৪ জুলাই ২০১৭

সংলাপে ডাক পাচ্ছেন নাগরিক সমাজের ৬০ প্রতিনিধি

বিডিনিউজ ॥ একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপে অংশগ্রহণের জন্য নাগরিক সমাজের অন্তত ৬০ জন প্রতিনিধিকে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার তাদের কাছে চিঠি পাঠানো হবে বলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন। তিনি রবিবার সাংবাদিকদের বলেন, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে যাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তাদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক, সাবেক আমলা রয়েছেন। যারা দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করেছেন তাদের ডাকা হচ্ছে। দেড় বছর পর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের আগের করণীয় নিয়ে গত ১৬ জুলাই রূপকল্প প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই কর্মপরিকল্পনার অনুলিপি, সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল ও সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ ও আমন্ত্রণপত্র চিঠিতে থাকছে। এতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন নির্বাচনী কর্মকাণ্ড বাস্তবায়নে সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। নির্বাচনসংশ্লিষ্ট বিষয়াবলী বাস্তবায়নেও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবার মতামত নেয়া হবে।’ ৩১ জুলাই সোমবার বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হবে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সেখানে সভাপতিত্ব করবেন। নাগরিক সমাজের পর রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পর্যায়ক্রমে বসবে কমিশন। ইসি সচিব বলছেন, ‘আমরা প্রতিটি সংলাপের রেকর্ড নোট রাখব। সংলাপের পরে নোটগুলো একত্রিত করে প্রতিবেদন হবে এবং প্রতিবেদনে যে সুপারিশগুলো গ্রহণ করার মতো সে অনুসারে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।’
×