ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সের পরীক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৭:৫৫, ২৪ জুলাই ২০১৭

গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সের পরীক্ষার দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের পরীক্ষা অনুষ্ঠানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা লাইব্রেরি এ্যান্ড ইনফরমেশন সায়েন্স শিক্ষার্থী ফোরাম। রবিবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে তারা বলেন, ডিপ্লোমা কোর্সের অধিকাংশ শিক্ষার্থীই গরিব পরিবারের সন্তান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত। তাদের চাকরি স্থায়ীকরণ নির্ভর করে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্স সনদের ওপর। ফলে আজ হাজার হাজার অস্থায়ী ভিত্তিতে চাকরিরত শিক্ষার্থীর চাকরি সঙ্কটাপন্ন। অনেকেরই চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমরা জীবনমরণ সন্ধিক্ষণে। অচিরেই পরীক্ষার ব্যবস্থা করে শিক্ষাজীবন ও চাকরি বাঁচান। এ ব্যাপারে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হাইকোর্ট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুদৃষ্টি কামনা করছি।
×