ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে ১০দিনের কর্মসূচী শুরু

প্রকাশিত: ০৭:৫৩, ২৪ জুলাই ২০১৭

তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে ১০দিনের কর্মসূচী শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান গাজীপুরের কাপাসিয়ায় ১০দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী রবিবার শুরু হয়েছে। এছাড়া রবিবার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগ কার্যালয়ে নানা কর্মসূচী পালিত হয়েছে। কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহীদুল্লাহ জানান, শনিবার কাপাসিয়া পাইলট হাইস্কুল মাঠে তাজউদ্দীন আহমদের মেয়ে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি পায়রা উড়িয়ে ও কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করেন। আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে এ কর্মসূচী। রবিবার কাপাসিয়া থানা শহরে আনন্দ র‌্যালি ও কাপাসিয়া থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রচনা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঢাকার বনানী কবরস্থানে তাজউদ্দীনের কবরে তার কন্যা সিমিন হোসেন রিমি পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন। শহীদ তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে ‘রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলা’ এক আলোচনা সভা ও ‘তাজউদ্দীন আহমদের জীবন ও কর্ম’ বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে। দুপুরে কাজী আজিম উদ্দিন কলেজে কেক কাটা, জীবনচরিত ভিডিও প্রদর্শনী ও আলোচনাসভা, মিলাদ-দোয়া এবং তাজউদ্দীন আহমদ স্মৃতিসংসদ সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা, আলোচনা ও মিলাদ-দোয়ার আয়োজন করে।
×