ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ০৭:৩৬, ২৪ জুলাই ২০১৭

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. মোশাররফ বলেন, আওয়ামী লীগের রূপরেখা বাস্তবায়ন করতেই নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের দেয়া এ রোডম্যাপ বাস্তবায়নের আগে নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে ফয়সালা করতে হবে। এ ফয়সালা হতে পারে টেবিলে, ফয়সাল হতে পারে মাঠে। তবে আমরা চাই সহায়ক সরকারের এ ফয়সালা হোক শান্তিপূর্ণভাবে। ড. মোশাররফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকেন তাহলে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচন হবে। তিনি বলেন, দেশের মানুষ ভোট দিতে চায়। আর এ জন্যই আমরা নির্বাচনকালীন সহায়ক সরকার চাচ্ছি। খালেদা জিয়া আর দেশে ফিরবেন না বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে ড. মোশাররফ বলেন, তিনি অবশ্যই দেশে ফিরে আসবেন। তবে খালেদা জিয়া কবে দেশে ফিরবেন, সেটা চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করবে। আর পালিয়ে যাওয়ার রেকর্ড তো আওয়ামী লীগ নেতাদেরই বৈশিষ্ট।
×