ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তারিক সালমানের বিরুদ্ধে মামলার নথি তলব প্রধান বিচারপতির

প্রকাশিত: ০৭:৩৪, ২৪ জুলাই ২০১৭

তারিক সালমানের বিরুদ্ধে মামলার নথি তলব প্রধান বিচারপতির

স্টাফ রিপোর্টার ॥ বরগুনার ইউএনও গাজী তারিক সালমানের বিরুদ্ধে দায়ের করা মামলার নথি তলব করেছেন প্রধান বিচারপতি। যার কাছে নথি চাওয়া হয়েছে সেই বিচারক বরিশালের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসেন এরই মধ্যে ইন্টারনেটে সংশ্লিষ্ট নথি পাঠিয়েও দিয়েছেন। তবে রবিবার সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর পাঠানো নথির সঙ্গে একটি ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ব্যাখ্যায় তিনি বলেছেন, আদালতের কার্যপ্রণালী শেষে এজলাস ত্যাগ করে খাসকামরায় এসে শুনি ইউএনও সাহেবের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মর্মে অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে ইউএনও সাহেবের জামিনের আবেদন একটিবারের জন্যও নামঞ্জুর করা হয়নি। ফলে জেলহাজতে প্রেরণের কোন প্রশ্নই ওঠে না। নথি চাওয়া ও প্রাপ্তি প্রসঙ্গে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ সাব্বির ফয়েজ বলেন, মিডিয়ায় ওই মামলা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তাই প্রধান বিচারপতি বিষয়টি জানার জন্য নথি চেয়েছেন। সংশ্লিষ্ট বিচারক রবিবার ইন্টারনেটে নথি পাঠিয়েছেন। আজ সোমবার সরাসরি আসবে। এছাড়া চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসেন এ বিষয়ে একটি ব্যাখ্যাও দিয়েছেন। পুরো বিষয়টি দেখছেন রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
×