ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাকাশের অজানা সঙ্কেত

প্রকাশিত: ০৫:১৭, ২৪ জুলাই ২০১৭

মহাকাশের অজানা সঙ্কেত

পৃথিবীর ১১ আলোকবর্ষ দূর থেকে অজানা সঙ্কেত নিয়ে ক্ষুদ্র একটি গ্রহ ভেসে এসেছে যাকে মহাকাশবিজ্ঞানীরা বামন গ্রহ বলে দাবি করছেন। এটি সূর্যের চেয়ে অন্তত ২ হাজার ৮০০ গুণ ছোট ও ম্লান তারা যেটির নাম ‘রস ১২৮’। প্রাথমিকভাবে টেলিস্কোপে লাল রংয়ের এক তারা হিসেবেই একে দেখা যায়। একে কেন্দ্র করে প্রদক্ষিণ করা কোন গ্রহ উপগ্রহও চোখে পড়েনি কখনও। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এখান থেকেই নাকি ভেসে এসেছে কিছু অদ্ভুত রেডিও সঙ্কেত, যার ব্যাখ্যা মিলছে না। পোর্তো রিওর এক সিঙ্কহোলের ভেতরে অবস্থিত আরেসিবো মানমন্দিরের বিশালাকার রেডিও টেলিস্কোপে ধরা পড়েছে সেই সঙ্কেত। আর প্রশ্ন উঠছে এখানেই। মহাকাশের ওই ক্ষুদে তারা থেকে সঙ্কেত পাঠালো কারা। -ওয়েবসাইট
×