ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বর্তমান সরকার সাংবাদিকবান্ধব ॥ ইকবাল সোবহান

প্রকাশিত: ০৫:১৬, ২৪ জুলাই ২০১৭

বর্তমান সরকার সাংবাদিকবান্ধব ॥ ইকবাল সোবহান

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বর্তমান সরকার সাংবাদিকবান্ধব এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের আত্মসমালোচনা করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। সর্বোপরি দায়িত্বশীল ভূমিকা পালন করে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা মানেই যা খুশি তাই লেখা নয়। নীতি-নৈতিকতার মধ্যে থেকে দায়িত্ব পালন করা সাংবাদিকদের কর্তব্য। রবিবার দুপুরে ইকবাল সোবহান চৌধুরী বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় করেন। একই দিন সকালে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) আয়োজনে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন সাংবাদিকবান্ধব ছিলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনই সাংবাদিকবান্ধব। আগে সাংবাদিকরা ছিল শ্রম আইনের আওতায়। বঙ্গবন্ধুই প্রথম সাংবাদিকদের সম্মানজনক অবস্থানে এনে ওয়েজ বোর্ড গঠন করে আলাদা বেতন কাঠামোর ব্যবস্থা করেন। বিইউজে সভাপতি আমাজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বিএফইউজের সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সজল প্রমুখ।
×